পিএসজি সতীর্থদের থেকে বিদায় নিয়েছেন এমবাপ্পে

১৭ ফেব্রুয়ারি ২০২৪

পিএসজি সতীর্থদের থেকে বিদায় নিয়েছেন এমবাপ্পে

অবশেষে পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন কিলিয়ান এমবাপ্পে। দীর্ঘদিন ধরেই এই বিশ্বকাপজয়ী তারকা প্যারিসের ক্লাবটি ছাড়তে চাচ্ছিলেন। তবে এবার পাকাপাকিভাবেই ক্লাবের কর্তাব্যক্তিদের জানিয়ে দিয়েছেন চলতি মৌসুম শেষে নিজের প্যারিস ছাড়ার কথা। এমনকি দলের সতীর্থদেরও জানিয়েছেন এটিই তাদের সঙ্গে তার শেষ মৌসুম। কিন্তু ফরাসি এই তারকার ক্লাব ছাড়ার বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে। 

গত বৃহস্পতিবার ইউরোপের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়, চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না এমবাপ্পে। ফলে, মৌসুম শেষে ‘ফ্রি এজেন্ট’ হয়েই ফরাসি লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। তার পরবর্তী গন্তব্য কোথায় হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে মৌসুম শেষে ফরাসি এই স্ট্রাইকার যে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন তা অনেকটাই নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমগুলো।

অন্যদিকে, ফরাসি সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্টসের মতে, নতুম মৌসুমে পিএসজি ছাড়ার কথা এরই মধ্যে ক্লাব সতীর্থদের জানিয়েছেন এমবাপ্পে। শুক্রবার দলের অনুশীলনে তিনি নিজেই সবাইকে ডেকে এ তথ্য জানান। তবে সতীর্থদের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কিছু জানায়নি বলে জানিয়েছে গণমাধ্যমটি।

শনিবার লিগ ওয়ানে মাঠে নামার আগের দিন পিএসজির সংবাদ সম্মেলনেও আলোচনার মূল বিষয় ছিল এমবাপ্পের ক্লাব ছাড়ার ব্যাপারটি। তবে কোচ এনরিকে জানান, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এমবাপ্পের ইস্যুতে তিনি স্পষ্ট করে বলেন, “ক্লাব ও দল যেকোনো ব্যক্তির ঊর্ধ্বে। বিষয়টির সঙ্গে যারা জড়িত তারা এখনও প্রকাশ্যে কিছু বলেনি। কিলিয়ান এমবাপ্পে প্রকাশ্যে কিছু বলেনি। ক্লাবও এখন পর্যন্ত কিছু বলেনি। তারা যখন কথা বলবে কোচ হিসেবে, তখন আমি মতামত দেব। তবে আমরা কাজ করে যাব, যেন প্রতিবছর আমরা আরও ভালো দল হতে পারি।”

মৌসুমের মাঝপথেই এমবাপ্পের এভাবে ক্লাব ছাড়ার বিষয়টি দলকে জানানোয় দলের মধ্যে এর কোনো প্রভাব পড়বে কি না জানতে চাওয়া হলে প্রসঙ্গ পাল্টাতে সবাইকে থামিয়ে দেন এনরিকে। লিগ ওয়ানে মৌসুমে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে নিসের পয়েন্ট ৩৯। ফলে এবারও যে লিগ শিরোপা প্যারিসের ক্লাবটির ঘরেই উঠছে তা একপ্রকার নিশ্চিতই বলা চলে

মন্তব্য করুন: