এমবাপ্পের জন্য রিয়ালের খরচ পাঁচ বছরে ৫০ কোটি
১৮ ফেব্রুয়ারি ২০২৪
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে গমন নিশ্চিত হয়ে গেছে। ইতোমধ্যেই তিনি তার ক্লাব পিএসজিকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। সতীর্থদের থেকে বিদায় নিয়েছেন। শোনা যাচ্ছে, পাঁচ বছরের জন্য স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী সুপারস্টার। তার জন্য বিপুল অংকের ব্যায়ও করতে হবে রিয়ালকে।
পিএসজি থেকে এমবাপ্পেকে দলে ভেড়াতো রিয়ালকে কোনো ট্রান্সফার ফ্রি দিতে হবে না। ঠিক এ কারণেই এতদিন অপেক্ষা করেছে রিয়াল। চলতি মৌসুম শেষে এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে। তখন তিনি ফ্রি এজেন্ট হিসেবে বিনা ট্রান্সফার ফিতে রিয়ালে পাড়ি জমাবেন। তবে ট্রান্সফার ফি বেঁচে গেলেও এমবাপ্পের বেতন-ভাতার মোটেও কম নয়।
স্পেনের সংবাদমাধ্যম এএসের সাংবাদিক মার্কো রুইজ জানিয়েছেন, এমবাপ্পের সঙ্গে রিয়ালের চুক্তিটা হতে যাচ্ছে ৫ বছরের জন্য। এই ৫ বছরে সব মিলিয়ে ফরাসি তারকার পেছনে রিয়ালের খরচ হবে ৫০ কোটি ইউরো। এমবাপ্পের জন্য উয়েফার আর্থিক নীতি ঠিক রাখতে গত বছর ক্লাবের সামগ্রিক বেতন ৭ কোটি ৮০ লাখ ইউরো কমিয়েছে রিয়াল।
শুধু তাই নয়, এমবাপ্পেকে দলে নেওয়ার পর যাতে আইনী ঝামেলা না হয়, সেজন্য সান্তিয়াগো বের্নাবেউ থেকে ক্লাবের আয় দেড় কোটি ইউরো বেশি দেখানো হয়েছে। এতে অংকটা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ইউরো। তারপরও এমবাপ্পের বেতন-ভাতা ঠিক রাখতে ২ কোটি ৬৫ লাখ ইউরো রিয়ালকে ঋণ করতে হবে বলে জানিয়েছেন মার্কো রুইজ।
মন্তব্য করুন: