সকালে খবর পেয়ে দুপুরে পুরস্কার নিলেন সাগরিকা
১৮ ফেব্রুয়ারি ২০২৪
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের নাটকীয় ফাইনালের ১০ দিন পর যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের হাতে শিরোপা তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে টুর্নামেন্ট সেরা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন নবীন তারকা মোসাম্মৎ সাগরিকা। অথচ, আলোচিত এই ফুটবলার নাকি রোববার সকালে জানতে পারেন তিনি পুরস্কার পাচ্ছেন। দুপুরে গিয়ে পুরস্কার গ্রহণ করেন।
রোববার বাফুফে ভবনে পুরস্কার গ্রহণ শেষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের অজপাড়াগাঁ থেকে উঠে আসা সাগরিকা উপস্থিত সাংবাদিকদের বলেন, “ভালো লাগছে। আমি দুটি পুরস্কার পেয়েছি। আসলে আমি জানতাম না যে পুরস্কার পাব। আজ (রোববার) সকালে শুনেছি। আমার লক্ষ্য বাংলাদেশ জাতীয় দল। জানি, সুযোগ পাওয়া অনেক কঠিন। আমাকে এখন প্রচণ্ড পরিশ্রম করতে হবে।”
সামাজিক বাধা-বিপত্তি কাটিয়ে এ পর্যায়ে এসেছেন সাগরিকা। বাবা-মা শুরুতে রাজি না থাকলেও এখন মেয়ের অগ্রযাত্রায় গর্বিত। সাফের সেই আসরের পর থেকে সাগরিকাকে এখন সারা দেশ চেনে। এই জনপ্রিয়তায় এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেননি সাগরিকা, “মানুষ এখন চিনতে পারে, আগ্রহ নিয়ে আমার দিকে তাকায়, একটু যেন কেমন-কেমন লাগে। ব্যাপারটাতে আমি অভ্যস্ত নই। একটু লজ্জাই লাগে।”
মন্তব্য করুন: