হলান্দের রেকর্ড এখন কেইনের দখলে
১৯ ফেব্রুয়ারি ২০২৪
জার্মান বুন্ডেসলিগায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। গত ম্যাচে বায়ার লেভারকুজেনের কাছে হারের পর রোববার রাতে বর্তমান চ্যাম্পিয়নরা হেরেছে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দল বোখুমের কাছেও। তবে এই ম্যাচে হারলেও লিগে এক নতুন কীর্তি গড়েছেন বায়ার্নের হ্যারি কেইন। আর্লিং হলান্দকে পেছনে ফেলে এই ইংলিশ স্ট্রাইকার বুন্ডেসলিগায় এক মৌসুমে সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫ গোল করার রেকর্ড গড়েছেন।
রোববার বোখুমের মাঠে ম্যাচের ১৪তম মিনিটে জামাল মুসিয়ালার গোলে বায়ার্ন এগিয়ে গেলেও এরপর তা আর ধরে রাখতে পারেনি। এই ম্যাচের আগে ১৮ দলের লিগে ১৫ নম্বরে থাকা স্বাগতিকদের কাছে তিন গোল হজম করে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ৮৭তম মিনিটে কেইনের রেকর্ড গড়া গোলে ব্যবধান কমলেও হার নিয়েই টমাস টুখেলের দলকে মাঠ ছাড়তে হয়। এই হারে তালিকার শীর্ষে থাকা লেভারকুজেনের সঙ্গে ৮ পয়েন্ট পিছিয়ে শিরোপা দৌড় থেকে আরও দূরে ছিটকে পড়ল বায়ার্ন।
এর আগে ২০২০-২১ মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে নিজের প্রথম মৌসুমে ২৫ ম্যাচে ২৫ গোল করেন নরওয়েজিয়ান গোলমেশিন হলান্দ। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই স্ট্রাইকারের রেকর্ড ভাঙতে ২২ ম্যাচের সময় নেন কেইন। চলতি মৌসুমের শুরুতে টটনাম হটস্পার থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরোর চুক্তিতে ইংল্যান্ড অধিনায়ক বায়ার্নে পাড়ি জমান। লিগে ২৫ গোল করার পাশাপাশি সব প্রতিযোগিতামূলক আসর মিলিয়ে বায়ার্নের হয়ে ৩০ ম্যাচে মাঠে নেমে ২৯ গোল ও ৮ গোলে সহায়তা করেছেন এই ইংলিশ স্ট্রাইকার।
মন্তব্য করুন: