ফুটবল মাঠে টেনিস বল, চকলেট ও মার্বেলের বৃষ্টি (ভিডিওসহ)
১৯ ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল স্টেডিয়ামে উগ্র আচরণের জন্য বেশ কুখ্যাতি রয়েছে জার্মান ক্লাবগুলোর সমর্থকদের। বিভিন্ন ম্যাচকে কেন্দ্র করে গ্যালারিতে আতশবাজি ফোটানো তাদের জন্য একদমই নতুন কিছু নয়। কিন্তু শনিবার রাতে তারা যা করেছে তা শুধু বিরলই নয়, অবাক করার মতোও বটে। খেলা চলাকালীন সময়ে সমর্থকেরা মাঠে বৃষ্টির মতো টেনিস বল, পানির বোতল, চকলেট, ক্যান্ডি ও মার্বেল ছুড়ে মেরেছেন। শুধু তাই নয়, রিমোট কন্ট্রোল গাড়ির সাহায্যে তারা মাঠের মধ্যে ধোঁয়া বোমাও ফাটিয়েছেন।
শনিবার জার্মানির ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই প্রতিযোগিতা বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা-২ – এ এই কাণ্ড ঘটান স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। দুই লিগ মিলিয়ে পাঁচটি ভিন্ন ম্যাচে প্রায় একই সময়ে মাঠের মধ্যে টেনিস বল, পানির বোতল, চকলেট, ক্যান্ডি ও মার্বেল ছুড়ে তারা খেলায় বাধা প্রদান করেন। ফলে, ম্যাচ পরিচালকরা কিছু সময় খেলা বন্ধ রাখতে বাধ্য হন ।
— uminosoba (@uminosoba) December 17, 2023
চারটি ম্যাচে এই কাজ করলেও দ্বিতীয় বিভাগের এক লিগ ম্যাচে আরও বড় কাণ্ড করে বসেন সমর্থকরা। এক ম্যাচের দশম মিনিটে মাঠে দুটি রিমোট নিয়ন্ত্রিত ছোট গাড়ি ছুড়ে মারেন। এইসব গাড়ি থেকে পরবর্তীতে সাদা ও নীল ধোঁয়ার বোমা ফাটানো হলে মাঠের এক পাশ ঝাপসা হয়ে যায়। এরপর গাড়ি দুটি মাঠের বাইরে নিয়ে যাওয়ার পর আবারও খেলা শুরু করা হয়।
Why is bundesliga 2 always “Interrupted”?
— Mr. Footy Bets ⚽️ (@MrFootyBets_) February 17, 2024
……..
pic.twitter.com/C1ZrdyOuJ4
অন্যদিকে, বুন্ডেসলিগার দুটি ম্যাচে খেলা বন্ধ করার পাশাপাশি খেলোয়াড়দের ড্রেসিংরুমেও পাঠিয়ে দেন রেফারি। বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে টেনিস বল ও চকলেট ছোড়ার কারণে রেফারি বেশ কয়েকবার খেলা বন্ধ রাখেন। আরেক ম্যাচে ছোড়া হয় মার্বেল।
মূলত জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এই কাজগুলো করছেন দেশটির ফুটবল সমর্থকরা। গত ডিসেম্বরে ডিএফবি বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা-২ – এর টিভি স্বত্বের একটি অংশ বেশ চড়া দামে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। এই প্রস্তাবে দুই লিগের বেশিরভাগ ক্লাব রাজি থাকলেও ক্লাব সমর্থকরা এর বিপরীতে অবস্থান নেন।
এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সমর্থকরা দাবি জানালেও তাতে সাড়া দেয়নি ডিএফবিকে। ফলে, গ্যালারি থেকে তারা বোতল, টেনিস বল, মার্বেল, চকলেট, রিমোট নিয়ন্ত্রিত ছোট গাড়ি ছুড়ে প্রতিবাদ জানাতে শুরু করেছে। ভলফসবুর্গ–ডর্টমুন্ড ম্যাচটি ১–১ গোলে ড্র শেষ হওয়ার পর ডর্টমুন্ড কোচ দ্রুত এই বিষয়ের সমাধানও দাবি করেন। এর আগে গত সপ্তাহে বুন্দেসলিগা ২-এর একটি ম্যাচে গোলপোস্টের সঙ্গে সাইকেলের তালা লাগিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ জানান এক সমর্থক।
মন্তব্য করুন: