রিয়ালের সঙ্গে ‘চুক্তি হয়ে গেছে’ এমবাপ্পের

১৯ ফেব্রুয়ারি ২০২৪

রিয়ালের সঙ্গে ‘চুক্তি হয়ে গেছে’ এমবাপ্পের

অনেক নাটকীয়তা শেষে চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ছাড়ার বিষয়টি ফরাসি এই তারকা ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি জানিয়ে দিয়েছেন দলের সতীর্থদেরও। তবে প্যারিসের ক্লাবটি ছেড়ে এমবাপ্পে ভবিষ্যতে কোথায় পাড়ি জমাবেন সে বিষয়ে কোনো কিছু না জানালেও তিনি যে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদেই আসছেন তা প্রায় নিশ্চিত। এমনকি লস ব্লাঙ্কোসদের সঙ্গে দুই সপ্তাহ আগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন বলে খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

সোমবার এক প্রতিবেদনে মার্কা জানায়, পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে আগামী ১ জুলাই এমবাপ্পে আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে এমবাপ্পেকে দলে নেওয়ার প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় গত জানুয়ারি থেকে ফিফা ও উয়েফার সব নিয়ম মেনে রিয়ালের পক্ষ হতে ফরাসি তারকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হয়। সেখানেই তারা জানায় ২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রিয়ালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এরপর ফেব্রুয়ারির শুরুর দিকে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পাঁচ বছরের চুক্তিতে এমবাপ্পেকে ২০২৯ সাল পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউতে দেখা যাবে।

তবে ২০২২ সালের চেয়ে বেশ কম পারিশ্রমিকে এমবাপ্পে রিয়ালে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এমনকি তা পিএসজির বর্তমান বেতনের চেয়েও কম। বর্তমানে রিয়ালে ভিনিসুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের মতো প্রতিভাবান ফুটবলার থাকায় এমবাপ্পে কম বেতনে আসতে না চাইলেও ক্লাবটির কোনো সমস্যা ছিল না। ধারণা করা হচ্ছে, রিয়ালে তার বাৎসরিক বেতন হবে দেড় কোটি থেকে দুই কোটি ইউরো।

এছাড়াও এমবাপ্পে পিএসজিতে ৭ নম্বর জার্সি পরে খেললেও রিয়ালে এই জার্সি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা, এই জার্সিতে দলের হয়ে বেশ দাপটের সঙ্গেই পারফর্ম করছেন ভিনিসুস। ফলে, দলটির ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের ১০ নম্বর জার্সি পরিহিত অবস্থায় এমবাপ্পেকে দেখা জেতে পারে। এর আগে এই জার্সি গায়ে জড়িয়েছিলেন তারই স্বদেশি কিংবদন্তি জিনেদিন জিদান।

মন্তব্য করুন: