মেসিদের খেলা দেখতে টিকেট কেটেছে ৪৪ দেশের মানুষ
১৯ ফেব্রুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রেখেই দেশটির ফুটবলে ব্যাপক পরিবর্তন এনেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার কল্যাণে মার্কিন মুলুকে ফুটবলের জনপ্রিয়তাও বেড়েছে অনেক। বুধবার থেকে মাঠে গড়াবে এমএলএসের নতুন মৌসুমের খেলা। আর এই মৌসুমের খেলা দেখতে টিকেটের চাহিদা প্রায় সাত গুণ বেড়েছে বলে জানিয়েছে টিকেট কেনাবেচার প্রতিষ্ঠান স্টাবহাব। এমনকি এবারের আসর দেখতে ৪৪টি দেশ থেকে টিকেট কেটেছেন ফুটবল সমর্থকরা।
স্টাবহাবের তথ্য মতে, নতুন মৌসুমে মেসির দল ইন্টার মায়ামির টিকেটের চাহিদা বেড়েছে ১৫০ শতাংশ। এই টিকেটের চাহিদা এতটাই বেশি যে, টিকেট বিক্রিকারী এই প্রতিষ্ঠানের ’২৫ টপ সেলিং গেমস’ – এর তালিকার প্রতিটিতেই মায়ামি জায়গা করে নিয়েছে।
গত বছর জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামির দলটিতে যোগ দেন মেসি। নতুন মৌসুমের টিকেট বিক্রির দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির চেয়ে মেসির দলের টিকেট ৩৫ শতাংশ টিকিট বেশি বিক্রি হয়েছে।
অন্যদিকে, বাইরের দেশ থেকে টিকেট কেনার দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এমএলএসের নতুন মৌসুম। এখন পর্যন্ত ৪৪টি দেশের মানুষ এই মৌসুমের টিকেট কেটেছে। অথচ গত মৌসুমে লিগ শুরুর আগে এই টিকেট কিনেছিলেন মোটে ৯টি দেশের ফুটবলপ্রেমীরা। এবার উত্তর আমেরিকার বাইরে সবচেয়ে বেশি এই টিকেট কেটেছে আর্জেন্টিনার মানুষ। তাই, এটা সহজেই অনুমেয় যে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের কারণে এত বেশি দেশের মানুষ এবারের মেজর লিগ সকার দেখতে যাবেন।
The Messi Effect continues…
— StubHub (@StubHub) February 16, 2024
⚽️️ 7x increase in MLS demand for the 2024 season
? Inter Miami CF is the #1 in-demand team
⬆️ 150% increase in Inter Miami CF sales this year
? MLS buyers from 40+ countries
?? Argentina leading MLS sales outside North America
এই বিষয়ে স্টাবহাবের এক মুখপাত্র সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ডকে বলেন, “মেসির ইন্টার মায়ামিতে আসার প্রভাব বেড়েই চলেছে। বৈশ্বিকভাবে স্টাবহাবে আগ্রহ তৈরি হয়েছে। ইন্টার মায়ামির টিকিট বিক্রি বেড়ে যাওয়ার পাশাপাশি এমএলএসের টিকিট বিক্রিও সামগ্রিকভাবে বেড়েছে। ফুটবল তারকা হিসেবে এগুলো তার প্রভাবেরই প্রতিচ্ছবি।”
বুধবার নতুন মৌসুমের প্রথম দিনই রিয়াল সল্ট লেইকের মুখোমুখি হবে মেসি-লুইস সুয়ারেসদের নিয়ে গড়া ইন্টার মায়ামি।
মন্তব্য করুন: