অবসর ভেঙে ফিরছেন টনি ক্রুস

২২ ফেব্রুয়ারি ২০২৪

অবসর ভেঙে ফিরছেন টনি ক্রুস

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অবসর ভেঙে মাঠে ফেরার ঘোষণা দিলেন জার্মানির তারকা মিডফিল্ডার টনি ক্রুস। সব ঠিক থাকলে ফের জার্মানি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে রিয়াল মাদ্রিদ তারকাকে। বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম বার্তায় এই ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী ক্রুস।

আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে বসবে উয়েফা ইউরো ২০২৪ -এর আসর। সেই আসর সামনে রেখেই অবসর ভাঙার ঘোষণা দিয়ে ইনস্টগ্রামে ক্রুস লিখেছেন, “মার্চে আবারও আমি জার্মানির হয়ে খেলতে চাই। কেন? কারণ কোচ (ইউলিয়ান নাগেলসমান) আমাকে ডেকেছে, আমারও এখন তাই ইচ্ছা। আমি নিশ্চিত, দলের সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমার থাকার ব্যাপারে অনেকের যে ভাবনা তার চেয়েও বেশি সম্ভব।”

২০২১ সালে সবশেষ ইউরোর শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার দুই দিন পর সমালোচনার মুখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ক্রুস। জার্মানির হয়ে ১০৬ ম্যাচ খেলা এই ফুটবলার ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন। সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭ গোল দেওয়ার ম্যাচে হয়েছিলেন সেরা খেলোয়াড়। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ১-০ গোলে জয়ের ম্যাচেও তিনি পুরোটা খেলেছেন।

মন্তব্য করুন: