লিভারপুল-বায়ার্নে যাওয়ার গুঞ্জনে কান দিচ্ছেন না আলোনসো

২৩ ফেব্রুয়ারি ২০২৪

লিভারপুল-বায়ার্নে যাওয়ার গুঞ্জনে কান দিচ্ছেন না আলোনসো

চলতি মৌসুমে একদম ভিন্ন এক বায়ার লেভারকুজেনকে দেখছে ফুটবলপ্রেমীরা। খুব একটা আলোচনায় না থাকা জার্মান এই দলটি চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখনও অপরাজিত আছে। বুন্ডেসলিগার পয়েন্ট তালিকাতেও প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তারা। আর যার হাত ধরে ক্লাবটির এই অভাবনীয় সাফল্য তিনি হলেন শাবি আলোনসো।

তুলনামূলক ছোট দল লেভারকুজেনকে এত সফলতা এনে দেওয়ায় স্বভাবতই গুঞ্জন উঠেছে তাকে কোচ হিসেবে পেতে চাচ্ছে ইউরোপের বড় দলগুলো। তবে এসবের কোনো কিছুতেই আপাতত কান দিচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।

২০২২ সালের অক্টোবরে লেভারকুজেনের কোচ হিসেবে আসেন আলোনসো। তার অধীনে পয়েন্ট তালিকার ছয় নম্বরে থেকে লিগ শেষ করে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল দলটি। আর মৌসুম ঘুরতে এবার তারাই লিগের শীর্ষে অবস্থান করছে। গত ১১ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তাদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে। ২২ ম্যাচ শেষে ১৮ জয় ও ৪ ড্রয়ে আলোনসোর শিষ্যদের পয়েন্ট ৫৮। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৫০।

অন্যদিকে, টানা তিন হারের পর মৌসুম শেষেই কোচ টমাস টুখেলের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছে বায়ার্ন। এতেই নতুন করে গুঞ্জন বাতাসে ভাসতে শুরু করেছে জার্মান ক্লাবটির পরবর্তী কোচ হতে যাচ্ছেন আলোনসো। মিউনিখের ক্লাবটিতে তিন বছর খেলেছেনও তিনি।

তবে এইসব খবরে কোনো কান দিচ্ছেন না বলে সাফ জানিয়েছেন আলোনসো। শুক্রবার লিগ ম্যাচে মাইন্সের বিপক্ষে মাঠে নামার আগে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমার ভবিষ্যৎ নিয়ে হয়তো আপনাদের প্রশ্ন আছে, কিন্তু এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আগেভাগেই আমি সেটা বলে দিতে চাই।”

আমার জন্য এসব (জল্পনা) কোনো সমস্যা নয়। আমি জানি, আমার একমাত্র লক্ষ্য আমার ক্লাবকে নিয়ে সফল হওয়া। এটাই আমার কাজ। আমরা বর্তমানে ভালো অবস্থানে আছি এবং এটা আমরা ধরে রাখতে চাই।”

এর আগে মৌসুম শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর  ৪২ বছর বয়সী আলোনসোর ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়। অল রেডদের হয়ে ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দারুণ সময় কাটান এই মিডফিল্ডার।

আগামী মৌসুমেও লেভারকুজেনের ডাগআউটে তাকে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে আলোনসো বলেন, “আমার তো তাই মনে হয়।”

মন্তব্য করুন: