ধর্ষক আলভেসের ক্ষতিপূরণের টাকা দিয়ে সমালোচনার মুখে নেইমার
২৪ ফেব্রুয়ারি ২০২৪
বার্সেলোনার এক নৈশক্লাবে একজন তরুণীকে ধর্ষণ এবং শারিরীক নির্যাতনের অপরাধে ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেসকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের দাবি, ক্ষতিপূরণের অর্থ দিয়ে সাজার পরিমাণ কমিয়েছেন আলভেস। নাহলে তার ৯ থেকে ১২ বছরের জেল হতে পারত। আর এই ক্ষতিপূরণের অর্থ নাকি দিয়েছে ব্রাজিল তারকা নেইমারের পরিবার!
গত ২২ ফেব্রুয়ারি বার্সেলোনার একটি আদালত আলভেসের সাজা ঘোষণা করে। এরপরই প্রকাশ্যে আসে আলভেসকে নেইমারের অর্থ সাহায্যের বিষয়টি। যা দ্রুত ছড়িয়ে পড়লে ব্রাজিলের ফুটবল অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন ধর্ষকের পাশে দাঁড়ানোয় নেইমারের সমালোচনা করছেন সমর্থকেরা। শুধু তাই নয়, ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যানও নেইমারকে ধুয়ে দিয়েছেন।
আরও পড়ুন : ধর্ষণের অপরাধে দানি আলভেসের সাড়ে ৪ বছর কারাদণ্ড
‘ফুটবল এস্পানা’কে দেওয়া এক সাক্ষাৎকারে হফম্যান বলেছেন, “ধর্ষক দানি আলভেসের শাস্তিটা উদাহরণ সৃষ্টি করেছে। এটা দেখিয়েছে যে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাস্ত করে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সে অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে! সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না। এটা তাদের যন্ত্রণাও লাঘব করতে পারবে না।”
২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার 'সাটন' নামে একটি পানশালার ভিআইপি সেকশনের বাথরুমে আলভেস একজন তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। সেই তরুণী পুলিশে অভিযোগ করার তিন সপ্তাহ পর আলভেসকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই তিনি জেলেই ছিলেন। গত ৭ জানুয়ারি তার বিচার শেষ হয়। শোনা যাচ্ছে, আলভেস এই রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন।
মন্তব্য করুন: