রিয়াল মাদ্রিদে কার জায়গায় খেলবেন এমবাপ্পে?

২৪ ফেব্রুয়ারি ২০২৪

রিয়াল মাদ্রিদে কার জায়গায় খেলবেন এমবাপ্পে?

ফুটবল বিশ্বে বর্তমানে আলোচনার বড় একটা অংশজুড়েই আছে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়টি। চলতি মৌসুম শেষে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে এমবাপ্পের যোগ দেওয়া অনেকটাই নিশ্চিত। ফলে, ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা দারুণ ছন্দে থাকা রিয়ালে কোন পজিশনে খেলবেন তা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবলপ্রেমীদের। স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যেই এমবাপ্পেকে কেন্দ্র করে আগামী মৌসুমের দল সাজাতে শুরু করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

দিন আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, রিয়ালের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন এমবাপ্পে ফলে, আগামী মৌসুমে ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে দল সাজাতে মধুর সমস্যায় পড়তে হতে পারে আনচেলত্তির। রিয়ালের ব্রাজিলিয়ান দুই ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়র রদ্রিগোর সঙ্গে দারুণ ছন্দে আছেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলুও। তাই ছন্দে থাকা এই তিন ফুটবলারের একজনকে এমবাপ্পের জন্য জায়গা ছেড়ে দিতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

অন্যাদিকে, স্পেনের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের চাওয়া এমবাপ্পে, ভিনিসুস রদ্রিগোকে নিয়ে আক্রমণভাগে একটি ত্রয়ী তৈরি করা। দুই ব্রাজিলিয়ান ভিনিসুস কিংবা রদ্রিগোর বদলি হিসেবে এমবাপ্পে খেলুক, ক্লাব সভাপতি এমনটাও চান না।

তবে রিয়ালের বিভিন্ন সূত্রের বরাতে স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, এমবাপ্পেকে খেলানোর জন্য তিনটি খসড়া ফরমেশন করে রেখেছেন আনচেলত্তি। এই তিন ফরমেশনের প্রত্যেকটিতেই শুরুর একাদশে মাঠে নামবেন এমবাপ্পে। কিন্তু একটি ফরমেশনেও সভাপতি পেরেসের চাওয়া ত্রয়ীর খেলার সম্ভাবনা নেই।

আনচেলত্তির একটি ফরমেশন হতে পারে ৩। এই ফরমেশনে শুরুর একাদশে মূল স্ট্রাইকার হিসেবে মাঠে নামবেন এমবাপ্পে। আর তার দুই পাশে থাকতে পারেন ভিনিসুস আর চলতি মৌসুমে মাঝমাঠে খেলা জুড বেলিংহ্যাম। এই ফরমেশন অনুযায়ী মাঝমাঠে চুয়ামেনি, কামাভিঙ্গা, ভালভের্দে টনি ক্রুসের মধ্যে থেকে শুধু দুজনই শুরুর একাদশে জায়গা পাবেন।

আরেক ফরমেশন হতে পারে চলতি মৌসুমের শুরুর দিকে রিয়ালকে যেভাবে খেলিয়েছিলেন আনচেলত্তি। সেক্ষেত্রে ভিনিসুসের সঙ্গে স্ট্রাইকার হিসেবে রদ্রিগোর জায়গায় খেলবেন এমবাপ্পে এবং তাদের পেছনে থাকবেন বেলিংহ্যাম।

মন্তব্য করুন: