দল ছন্দে ফিরলেও বার্সা ছাড়ার সিদ্ধান্তে অটল শাভি

২৫ ফেব্রুয়ারি ২০২৪

দল ছন্দে ফিরলেও বার্সা ছাড়ার সিদ্ধান্তে অটল শাভি

স্প্যানিশ লা লিগায় বাজে সময় পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা। কোচ শাভি এরনান্দেস মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বর্তমান চ্যাম্পিয়নরা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। জয় তুলে নিয়েছে শেষ ম্যাচের ৪টিতেই। শনিবার রাতে হেতাফেকে - গোলে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে তারা।

বার্সেলোনার ঘরের মাঠে ম্যাচজুড়ে শাভির জয়ধ্বনিতে মুখরিত ছিল পুরো গ্যালারি। এমনকি শাভিকে থেকে যাওয়ার অনুরোধও করেছেন অনেকে। দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে সমর্থকদের বাহবা পাওয়ায় কথা উঠতেই পারে, মৌসুমের মাঝপথে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়া শাভির কি এখন আক্ষেপ হচ্ছে? ম্যাচ শেষে বার্সেলোনার সাবেক এই তারকা জানান, তিনি নিজের সিদ্ধান্তে অটল।

নাহ (আক্ষেপ নেই), বরং উল্টোটা। আমার মনে হয়, শতভাগ সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার ঘোষণার পর দল ঘুরে দাঁড়িয়েছে এবং ছেলেরা নিজেদেরে এক ধাপ ওপরে নিয়ে গেছে, গেতাফের বিপক্ষে আগের ম্যাচগুলিতেও তা ফুটিয়ে তুলেছে।

গত মৌসুমে বার্সেলোনাকে লিগ শিরোপা জেতালেও চলতি মৌসুমে যেন মুদ্রার ওপিঠ দেখেন শাভি। দলের টানা ব্যর্থতার জানুয়ারির শেষ দিকে জানান মৌসুম শেষে তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা। ক্লাব কর্তৃপক্ষও এই স্প্যানিশের সিদ্ধান্ত মেনে নেয়।।

ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শাভি আরও বলেন, “আমি ভক্তদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার নাম ধরে স্লোগান দিয়েছেন। তবে আমি পুরোপুরি নিশ্চিত যে ক্লাবের জন্য আমার সিদ্ধান্তই ঠিক। সমর্থকেরা তো সবসময় আমার পাশেই ছিল এবং এটা আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করি মূল্যায়ন করি।

শনিবারের জয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আপাতত দুইয়ে উঠলেও তা দ্রুতই হারাতে পারে বার্সেলোনা। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকা জিরোনা সোমবারের ম্যাচ জিতলেই আবার দুইয়ে চলে যাবে। রোববার সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ।

তবে আগেই বিদায়ের ঘোষণা দিলেও এখনই শিরোপা লড়াইয়ে হাল ছাড়তে নারাজ শাভি বলেন, “আমরা হাল ছাড়ব না। আমরা জানি প্রতি সপ্তাহান্তে আমাদের জিততে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শিরোপার জন্য লড়াইয়ের সুযোগ রয়েছে। আমরা ভালো ছন্দে আছি। যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে সুযোগ রয়েছে, আমরা জিরোনা এবং মাদ্রিদের ওপর চাপ তৈরি করে যাব। আমাদের নিজেদের কাজে মনোযোগ রাখতে হবে। যেটা হচ্ছে আজকের মতো জয়লাভ করা।

মন্তব্য করুন: