লিভারপুলেই ক্যারিয়ারের ‘সেরা শিরোপা’ জিতলেন ক্লপ 

২৬ ফেব্রুয়ারি ২০২৪

লিভারপুলেই ক্যারিয়ারের ‘সেরা শিরোপা’ জিতলেন ক্লপ 

কোচিং ক্যারিয়ারে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগের অধরা শিরোপা জিতেছে লিভারপুল। তার হাত ধরেই অল রেডসদের চ্যাম্পিয়নস লিগের দীর্ঘদিনের শিরোপা খরা ঘুচেছে। সে সবের তুলনায় ইংলিশ লিগ কাপের শিরোপা তো অনেকটাই নগণ্য। কিন্তু জার্মান এই কোচ এবারের লিগ কাপের ট্রফিকেই নিজের ক্যারিয়ারের সেরা শিরোপা হিসেবে দেখছেন।

রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড দশবারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তোলে লিভারপুল। ম্যাচের অতিরিক্ত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে জয়সূচক গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ভার্জিল ফন ডাইক।

চোটের কারণে মোহাম্মদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নোল্ড, দিয়োগো ইয়োতা, দারউইন নুনেস, আলিসন বেকার ও জোয়েল মাতিপের মতো প্রথম সারির  খেলোয়াড়দের ছাড়া এই ম্যাচের একাদশ গড়তেই হিমশিম খাচ্ছিলেন ক্লপ। শেষ পর্যন্ত একাডেমি থেকে উঠে আসা একগাদা তরুণ ফুটবলারকে নিয়ে তৈরি আনকোরা এক একাদশ মাঠে নামান। আর তাই তো অন্য সব শিরোপা জয়ের চেয়ে এবারের শিরোপাটাই বিশেষ জার্মান এই কোচের কাছে। ম্যাচজুড়ে চেলসির দাপট বেশি থাকলেও অল রেডদের প্রতিজ্ঞাবদ্ধ তরুণদের সঙ্গে আর পেরে ওঠেনি।

এবারই প্রথম যে লিভারপুলের হয়ে ক্লপ লিগ কাপ জিতেছেন তা কিন্তু নয়। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি জিতেছেন এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের সঙ্গে লড়াই করে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে শিরোপা জেতেন দুবার। দলকে জেতান লিগ কাপ ও জার্মান সুপার কাপ। এরপরেও তার সমৃদ্ধ এই কোচিং ক্যারিয়ারের সেরা শিরোপা এবারের এই ইংলিশ লিগ কাপ জয়কে।

এ বিষয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, “বাইরে আমাকে বলা হয়েছিল যে, এই বাচ্চাদের নিয়ে ট্রফি জেতা যায় না। এটা এখন নতুন করে লিখুন। ২০ বছরের ক্যারিয়ারে (কোচ হিসেবে) এটি অনায়াসেই আমার জেতা সবচেয়ে স্পেশাল ট্রফি । অনেক সময়ই আমাকে জিজ্ঞেস করা হয়, এটা নিয়ে গর্বিত কি না, ওটা নিয়ে কতটা গর্বিত... ভালো লাগত যদি প্রায়ই বলতে পারতাম যে ‘আমি গর্বিত’। তবে আজকের সবকিছুর জন্যই আমি পুরোপুরি গর্বিত।”

চলতি মৌসুমে লিভারপুল ও চেলসির পারফরম্যান্সের বিচারে স্বাভাবিকভাবে ফাইনালে ফেভারিট থাকার কথা ছিল ক্লপের দলেরই। কিন্তু শত কোটি ডলার খরচে গড়া চেলসি ক্লপের অনভিজ্ঞ তরুণ দলের কাছেই হার মেনেছে। কোচের মতে মতে, তার দলের এই শিরোপা ইংলিশ ফুটবলের গল্পগাঁথায় আজীবনের জন্য জায়গা করে নিয়েছে।  

এতটা স্পেশাল ছিল এটা… পরিস্থিতিটা দেখুন আপনারা, খেলার আগে আমরা সমস্যায় জর্জরিত ছিলাম। খেলা চলার সময় সমস্যা আরও বেড়ে যায়। তারপরও আমরা জিতেছি। আজকের রাত আমি কখনোই ভুলব না। অন্য কেউ যদি এভাবে না দেখে, আমার আপত্তি নেই। তবে আমার জন্য এটা সবসময়ের এক দারুণ স্মৃতি।”

মন্তব্য করুন: