লা লিগায় গোল বাতিলে রিয়ালের ধারের কাছেও নেই কেউ

২৮ ফেব্রুয়ারি ২০২৪

লা লিগায় গোল বাতিলে রিয়ালের ধারের কাছেও নেই কেউ

স্প্যানিশ লা লিগায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর চালুর পর থেকেই একটি কথা প্রায়ই শোনা যায়, এই প্রযুক্তির সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমনকি কিছু ম্যাচে ভিএআরের সিদ্ধান্ত রিয়ালের পক্ষে গেলে তা রেফারির পক্ষপাতিত্বমূলক আচরণ বলেও অভিযোগ উঠত। তবে সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভিএআর চালুর পর থেকে রিয়ালেরই সবচেয়ে বেশি গোল বাতিল হয়েছে!

রিয়ালের পক্ষে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় গত ২১ জানুয়ারি লিগে আলমেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে। বিষয়টিকে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কোচ শাভি এরনান্দেস তো সরাসরি ‘ছিনতাই’ হিসেবে আখ্যা দেন। এই ঘটনার পর বিতর্কিত এই ম্যাচে দুটি ভুলও খুঁজে পায় রেফারিদের কমিটি।

গত সোমবার সেভিয়ার বিপক্ষে ম্যাচের দশম মিনিটে রিয়ালের একটি গোল বাতিল করে ভিএআর। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স - এ লা লিগায় ভিএআরের কারণে গোল বাতিলের একটি তালিকা প্রকাশ করে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক অ্যাকাউন্ট মিস্টার চিপ।

সেখানে দেখা যায় ২০১৮-১৯ মৌসুমে লিগে ভিএআর চালু করার পর থেকে এখন পর্যন্ত রিয়ালের মোট ২৭টি গোল বাতিল করা হয়। এ তালিকায় রিয়ালের ধারের কাছেও নেই অন্য কোনো দল। ফলে, রিয়ালের বিরুদ্ধে রেফারিংকে প্রশ্নবিদ্ধ করার যে অভিযোগ আছে, সেটা এই পরিসংখ্যানে অনেকটাই দুর্বল হয়ে গেছে।

তালিকার দুইয়ে থাকা সেভিয়ার গোল বাতিল হয়েছে ১৬টি, যা কার্লো আনচেলত্তির দলের চেয়ে ১১টি কম। তবে এ তালিকায় বেশ পেছনেই আছে বার্সেলোনা। এখন পর্যন্ত কেবল ১১টি গোল বাতিল হওয়া কাতালান ক্লাবটির অবস্থান ৭ নম্বরে।

মন্তব্য করুন: