রিয়ালে যাওয়ার বিষয়ে এমবাপ্পেকে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪
ইউরোপিয়ান ফুটবলের মৌসুম যতই শেষের দিকে এগুচ্ছে, ততই জোরালো হচ্ছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন। মৌসুম শেষে প্যারিসের দলটি ছাড়ার সিদ্ধান্তের কথাও নাকি এই তারকা ফরোয়ার্ড ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছেন। চলমান এই গুঞ্জনের মাঝেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ফ্রান্স সফর উপলক্ষে মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে নৈশভোজের আয়োজন করেন ম্যাক্রোঁ। এই আয়োজনে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফির সঙ্গে এমবাপ্পেকেও আমন্ত্রণ জানান ফরাসি রাষ্ট্রপ্রধান। সেখানেই ২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার উদ্দেশে করা ম্যাক্রোঁর এক মন্তব্য ফুটবল বিশ্বে সাড়া ফেলেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এমবাপ্পেকে অভ্যর্থনা জানানোর সময় হাসতে হাসতে ম্যাক্রোঁ বলেন, “তুমি আমাদের জন্য আরও সমস্যা তৈরি করতে যাচ্ছ”। সে সময় কাতারের আমিরের সঙ্গে এমবাপ্পে কথা বললেও তা শোনা যায়নি।
এর আগে ২০২২ সালে পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জোরাল গুঞ্জন শোনা যায়। এরপরেও তিনি প্যারিসের ক্লাবটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন। সে সময় বিভিন্ন মাধ্যমে খবর আসে, পিএসজিতে এমবাপ্পের চুক্তি নবায়নের বিষয়ে ম্যাক্রোঁর ভূমিকা ছিল। তবে এবারের নৈশভোজে ফরাসি ক্লাবে থেকে যাওয়ার বিষয়ে কোনো কথা হয়নি।
তবে তখন না হলেও চলতি মৌসুম শেষে এমবাপ্পে যে রিয়ালে যোগ দিচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার মতে, রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তিও সেরে ফেলেছেন এমবাপ্পে।
মন্তব্য করুন: