নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে ৪ বছর নিষিদ্ধ পগবা

২৯ ফেব্রুয়ারি ২০২৪

নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে ৪ বছর নিষিদ্ধ পগবা

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে ইতালির অ্যান্টিডোপিং ট্রাইব্যুনাল। হয়েছে। এই নিষেধাজ্ঞা ক্লাব ও জাতীয় দলসব ধরনের ফুটবলে কার্যকর থাকবে। নিষিদ্ধ ড্রাগ গ্রহণের দায়ে ইউভেন্তসের এই ৩০ বছর বয়সী ফুটবলারকে এমন শাস্তি পেতে হলো। যদিও রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন।

গত বছরের ২০ অগাস্ট সেরি আ লিগে উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ম‍্যাচের পর পগবার নমুনা পরীক্ষা করা হয়। ম্যাচটিতে ইউভেন্তস ৩-০ গোলে জিতলেও পুরোটা সময় বেঞ্চে বসে ছিলেন পগবা। তাই গুঞ্জন জোরালো হয়। নমুনা পরীক্ষায় পগবার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়া যায়। এরপর গত সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

এখানেই শেষ নয়, গত অক্টোবরে পগবারবি নমুনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার এলো নিষেধাজ্ঞার ঘোষণা। পগবাকে নিষিদ্ধ করতে ইতালির অ্যান্টিডোপিং ট্রাইব্যুনালকে অনুরোধ করেছিল দেশটির ডোপিং-বিরোধী প্রসিকিউটর অফিস। যদিও ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইউভেন্তসে ফেরা পগবা ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটান।

মন্তব্য করুন:

Add