এখনও শাভির উত্তরসূরির খোঁজ শুরু করেনি বার্সা
১ মার্চ ২০২৪
গত জানুয়ারিতে আচমকাই মৌসুম শেষে বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শাভি এরনান্দেস। এই ঘোষণার এক মাস পার হয়ে গেলেও নতুন কোচের বিষয়ে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছুই যায়নি ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে শাভির উত্তরসূরির বিষয়ে কিছুটা হলেও ধারণা দিয়েছে ক্লাবটি। বার্সেলোনার ক্রীড়া পরিচালক জানিয়েছেন, এখনও কোচ খোঁজার সময় হয়নি।
গত ২৭ জানুয়ারি ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর ক্লাব ছাড়ার ঘোষণা দেন শাভি। পরবর্তী বিভিন্ন সময় কোচদের ওপর ক্লাবের বাড়তি চাপের কথাও জানান বার্সেলোনার এই কিংবদন্তি। এমনকি ক্লাব ম্যানেজমেন্ট থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ারও কথা বলেন তিনি।
সম্প্রতি বিভিন্ন স্প্যানিশ সংবাদ মাধ্যমে খবর বের হয়, পরের মৌসুমে বার্সেলোনার কোচের খোঁজ ইতোমধ্যেই শুরু করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এই দৌড়ে এগিয়ে আছেন ইতালিয়ান কোচ রবের্তো দে জেরবি এবং সাবেক জার্মানি ও বায়ার্ন মিউনিখ কোচ হানজি ফ্লিক। তবে রেডিও কাতালুনিয়াকে ক্লাবটির ক্রীড়া পরিচালক ডেকো বলেন এর উল্টো কথা।
“এটা নিয়ে কথা বলার কিছু নেই, কারণ আমরা এখনও নতুন কোচের খোঁজ শুরু করিনি। সেই সময় এখনও হয়নি। মৌসুম এখনও শেষ হয়নি। আমাদের সামনে আরও অনেক কিছু আছে।”
নতুন কোচ বাছাইয়ের আগে তাদের আগামী মৌসুমে দল ও পরিকল্পনা সাজাতে হবে। পরিস্থিতি বিবেচনায় বর্তমানে খুব বেশি উঁচু মানের কোচও ফাঁকা নেই। তাই সেই অনুযায়ীই সময় হলে তারা নতুন কোচের খোঁজে নামবেন।
“প্রথমত, আমাদের বিবেচনা করতে হবে, কোন ধরনের প্রকল্প আমরা চাই (পরের মৌসুমে), বুঝতে হবে আমরা সুনির্দিষ্ট কী করতে চাই এবং কোন ফুটবলারদের আমাদের লাগবে। বেশির ভাগ ফুটবলারই এখানে থাকতে চায়।”
“সত্যি বলতে, খুব উঁচু মানের কোচ এখন ফাঁকাও নেই। বেশির ভাগ কোচেরই চুক্তি আছে। সামনে সেখানে অনেক পরিবর্তন আসতে পারে। যখন সময় হবে, আমরা সঠিক সিদ্ধান্তই নেব। এখনও সেই সময়টা হয়নি।”
শাভি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই দুর্দান্ত গতিতে ছোটা শুরু করেছে বার্সেলোনা। এই সময় খেলা ছয় ম্যাচের একটিতেও হারেনি তারা। তাই শাভিকে দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ করবে বলেও গুঞ্জন আছে বার্সেলানায়। তবে তা গুঞ্জন বলেই উড়িয়ে দেন বার্সেলোনার সাবেক পর্তুগিজ মিডফিল্ডার ডেকো।
মন্তব্য করুন: