এমবাপ্পেকে ছাড়াই মানিয়ে নিতে শুরু করেছে পিএসজি

এমবাপ্পেকে ছাড়াই মানিয়ে নিতে শুরু করেছে পিএসজি

দিন যতই গড়াচ্ছে, মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন যেন ততই জোরালো হচ্ছে। গত লিগ ম্যাচ শেষেই ফরাসি এই তারকাকে ছাড়াই পিএসজিকে মানিয়ে নেওয়ার বার্তা দিয়েছেলেন কোচ লুইস এনরিকে। এবার সেই পরিকল্পনা নিয়েই যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কোচ।

শুক্রবার রাতে লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষেই এমবাপ্পেকে মাঠে থেকে তুলে নেন এনরিকে। স্বাগতিকদের সঙ্গে গোল শূন্য ড্র করে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এমনকি পিএসজির সবশেষ তিন লিগ ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পাননি ফরাসি এই তারকা। এমবাপ্পেকে ছাড়াই মানিয়ে নেওয়া যে দলের জন্য খুব একটা সহজ কাজ নয় তা ম্যাচগুলোর ফলের দিকে তাকালেই বোঝা যায়।

নঁতের বিপক্ষে গত ১৮ ফেব্রুয়ারির ম্যাচে প্রথম একাদশের বাইরে ছিলেন এমবাপ্পে। ম্যাচটি ২-০ গোলে জিতলেও বদলি হিসেবে নেমে বড় জালে জড়িয়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা। এরপর গত সপ্তাহে রেনেঁর বিপক্ষে ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থাকলেও ৬০তম মিনিটে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেন কোচ। যোগ করা সময়ের শেষ মুহূর্তের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করে পিএসজি।

ম্যাচ শেষে এমবাপ্পেকে তুলে নেওয়া প্রসঙ্গে পিএসজি কোচ পুরোনো কথাই নতুন করে বলেন, আজ হোক বা কাল আমাদের কিলিয়ানকে ছাড়াই খেলার ব্যাপারে অভ্যস্ত হতে হবে। আমি দলের জন্য সেরা সিদ্ধান্তটা নিয়েছি।

তবে প্রথমার্ধ শেষে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়া হলেও তিনি দলের সঙ্গে ডাগআউটে না বসে গ্যালারিতে তার মায়ের সঙ্গে বসে বাকি ম্যাচ দেখেন।

গত ফেব্রুয়ারিতে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ চুক্তি সেরে ফেলেছেন এমবাপ্পে। মৌসুম শেষেই তাকে আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপর থেকেই মূলত তাকে ছাড়াই পুরো ম্যাচ খেলতে শুরু করে পিএসজি।

টানা দুই ম্যাচ ড্র করলেও ২৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকায় পিএসজির শীর্ষস্থান বেশ সুরক্ষিতই আছে। এক ম্যাচ কম খেলা দুইয়ে থাকা ব্রেস্তোয়ার চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। তিনে থাকা মোনাকোর পয়েন্ট ২৪ ম্যাচে ৪২।

মন্তব্য করুন: