‘মেসির ওপর ইন্টার মায়ামি অনেক বেশি নির্ভরশীল’
২ মার্চ ২০২৪
গত বছর জুলাইয়ে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলের দৃশ্য বেশ পাল্টে দিয়েছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, আর্জেন্টাইন মহাতারকার প্রভাবে বদলে গেছে তার দল ইন্টার মায়ামিও। গত মৌসুমে ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা জিতিয়েছেন মেসি। তার জাদুতে নতুন মৌসুমের শুরুটাও বেশ ভালো করেছে মায়ামি। তবে দলটির কোচের মতে, ক্ষুদে জাদুকরের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করছে ইন্টার মায়ামি।
এমএলএসের নতুন মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচে অপরাজিত মায়ামি। আসরের উদ্বোধনী ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করে তারা। এরপর গত রোববার লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মার্তিনোর দল। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায় অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেসিকে নিয়ে নিজের অভিব্যক্তির কথা জানান মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।
মার্চ মাসে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ব্যস্ত এক সময়ের সামনে দাঁড়িয়ে ৩৬ বছর বয়সী মেসির। তাই কোচ মার্তিনো আটবার ব্যালন ডি’অরজয়ী এই তারকার ওপর থেকে খেলার চাপ কমানোর উপায় খুঁজছেন, “আমার মনে হয় সর্বশেষ দুই ম্যাচে সে (মেসি) অনেক শক্তি খরচ করেছে। কিন্তু আমার দায়িত্ব হলো দলকে এমনভাবে পরিচালিত করা, যেন আমরা তার কাছ থেকে সেরাটা নিতে পারি।”
মৌসুমের প্রথম দুই ম্যাচে মায়ামি মেসির ওপর বেশি নির্ভর করেছে বলে মনে করা মার্তিনো বলেন, “তার (মেসি) সঙ্গে আমার কথা হয়েছে। সে দিনের পর দিন কেমন খেলছে এবং কীভাবে আবারও চাঙা হয়ে উঠছে, সেটা নিয়েই আমার ভাবনা বেশি। আমার মনে হয় প্রথম দুই ম্যাচে আমরা তার ওপর একটু বেশিই নির্ভর করেছি। যে কারণে দুটি ম্যাচেই তার ক্লান্তিটা বোঝা গেছে।”
মায়ামি দলে নির্দিষ্ট কোনো ভূমিকায় খেলেন না মেসি। গোল করা থেকে শুরু করে গোল বানানো এবং খেলা তৈরিতেও তিনি কাজ করেন। ফলে, স্বাভাবিকভাবেই মেসির পরিশ্রমটাও বেশি হয়। আর তাই কীভাবে মেসিকে গোলের কাছাকাছি খেলানো যায় সেই উপায়ও খুঁজতে শুরু করেছেন মায়ামি কোচ।
“(গত মৌসুমে) অরল্যান্ডোর বিপক্ষে লিগস কাপে সে আক্রমণভাগে বল পেয়ে ফিনিশ করেছে। (বক্সের) ভেতর থেকে গোল করেছে। এটাই আমাদের ফিরিয়ে আনতে হবে। খেলা তৈরির পাশাপাশি সে যেন বেশি বেশি গোলও করতে পারে।”
মন্তব্য করুন: