জোড়া গোল করে এবার এমএলএসের শিরোপায় চোখ মেসির

জোড়া গোল করে এবার এমএলএসের শিরোপায় চোখ মেসির

ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো একসঙ্গে নিজেদের পুরনো ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। বার্সেলোনায় থাকাকালীন এই দুই তারকা যেভাবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতেন, মেজর লিগ সকারেও তারা সেই পথে হাঁটা শুরু করেছেন। নিজেদের সেরা ছন্দে ফিরেই এবারের মৌসুমের শিরোপা জয়ের হুঙ্কার দিয়েছেন মায়ামি অধিনায়ক মেসি।

শনিবার রাতে মেসি ও সুয়ারেসের জোড়া গোলে শিরোপার অন্যতম দাবিদার অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় মায়ামি। শুধু গোল করেই বার্সেলোনার সাবেক এই দুই তারকা থামেননি, সুয়ারেস দুটি ও মেসি একটি গোলে সহায়তাও করেন। তাই তো ম্যাচ শেষে এমএলএসের সব দলকেই একপ্রকার হুমকিই দিয়ে রাখেন আর্জেন্টাইন মহাতারকা। 

ম্যাচ শেষে সম্প্রচার প্রতিষ্ঠান অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমরা যেভাবে দল গঠন করেছি তাতে করে আমরা এমএলএসের শিরোপা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি।”

তবে শিরোপা লড়াইয়ের পথটা যে খুব একটা সহজ হবে না সেটিও মায়ামি সতীর্থদের মনে করিয়ে দেন আর্জেন্টিনাকে ৩৬ বছর বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক।

আমরা জানি এই পথটা দীর্ঘ। এটা মাত্রই শুরু। তবে বাস্তবতা হচ্ছে আমরা জানি যে আমাদের লড়াই করার মতো একটা দল আছে এবং আমরা তা করার (শিরোপা জেতার) চেষ্টা করব। এ জন্য আমাদের মৌসুমের শুরুটা ভালো করা খুব জরুরি। বিশেষ করে প্রথম কয়েক ম্যাচ কারণ এরপর লিগে বিরতি দেওয়া হবে এবং অন্য টুর্নামেন্টগুলো শুরু হবে।”

গত মৌসুমের মাঝামাঝি সময় পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার নৈপুণ্যে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও জেতে মায়ামির দলটি। কিন্তু এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪তম হয়ে তাদের লিগ শেষ করতে হয়।

তবে চলতি মৌসুমে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সুয়ারেস ছাড়াও জর্দি আলবা ও সের্হিও বুসকেতস মায়ামিতে যোগ দিয়েছেন। অভিজ্ঞ এই ফুটবলারদের নিয়ে দল যেভাবে মৌসুম শুরু করেছে তাতে খুশি দলের অধিনায়কও। কোপা আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য টুর্নামেন্ট শুরুর আগে দলের খাতায় বেশি পয়েন্ট যোগ করাতেই আপাতত চোখ মেসির।

মন্তব্য করুন: