ফিলিস্তিনের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ এবং ২০১৭ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১১ মার্চ কুয়েতে প্রথম লেগের ম্যাচের পর ২৬ মার্চ ঢাকায় দ্বিতীয় লেগে দুদল মুখোমুখি হবে। এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা।

শুক্রবার বাফুফের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দলের ফরোয়ার্ড সুমন রেজা জানান, ফিলিস্তিনিদের মোকাবেলায় আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দলের কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচে রক্ষণভাগ সামলে পাল্টা আক্রমণের কৌশল সাজাচ্ছেন বলেও ইতোমধ্যে ধারণা দিয়ে রেখেছেন।

ভিডিও বার্তায় সুমন বলেন, “ফিলিস্তিনের বিপক্ষে ভালো একটা লড়াকু ম্যাচ খেলতে মুহূর্তে আমরা প্রস্তুত। কোচ আমাদের একটা লক্ষ্য দিয়েছেন, নিজেকে কীভাবে ফিট রাখতে হবে, কীভাবে অনুশীলনে মনোযোগী হতে হবে কোচের কৌশল রপ্ত করার জন্য আমরা কঠোর অনুশীলন করছি। আশা করি, ভালো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।

বিগত সময়ে আমাদের ফরোয়ার্ড লাইন দলকে যথাযথ সমর্থন দিতে পারেনি। তবে জাতীয় দলের সবশেষ ম্যাচগুলোয় যাদের কোচ খেলিয়েছেন, তারা ভালো করার চেষ্টা করেছে। আমরা মাত্র লিগে খেলে এসেছি। লিগে ধারাবাহিক পারফরম করেই সবাই দলে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব দলের জয়ের জন্য গোল করার, অনুশীলনেও আমরা সবসময় কঠোর পরিশ্রম করছি, চেষ্টা করছি।

চোটের কারণে এই ম্যাচে শেখ মোরসালিন না থাকায় আক্রমণভাগে কাবরেরার মূল ভরসা এখন রাকিব হোসেন। মোরসালিনের বদলে একাদশে সুযোগ পেতে পারেন সুমন। জাতীয় দলের হয়ে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের একমাত্র গোলটি আসে নেপালের বিপক্ষে ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। দলের সঙ্গে সৌদি আরবে ক্যাম্পে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২০ বছর বয়সী ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ।

তবে একাদশে যে খেলোয়াড়ই সুযোগ পাক না কেনো তাদের মূল লক্ষ্যই থাকবে আক্রমণভাগে দলকে সাহায্য করা বলে জানান সুমন।

যে- খেলার সুযোগ পাব আমরা যেন গোল করে দলকে সাহায্য করতে পারি। আসলে গত এক বছরে আমরা যে ধারাবাহিক পারফরম করেছি, সেটা সাফ অঞ্চলে ভালো, কিন্তু এশিয়ান লেভেলে ভালো করতে হলে আরও কাজ করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে, আরও মনোযোগী হতে হবে। যেমন ফিলিস্তিন যেভাবে খেলবে, তাদের আক্রমণ কীভাবে ভেস্তে দেওয়া যায়, কীভাবে তাদেরকে আক্রমণ করা যায়, তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া যায়, সেগুলো আমাদের রপ্ত করতে হবে।

বাংলাদেশের সঙ্গে এখন পর্যন্ত মুখোমুখি দেখায় সবকটিতেই জয় পেয়েছে ফিলিস্তিন। সদ্য শেষ হওয়া এশিয়ান কাপে দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতো টুর্নামন্টের নক-আউট পর্বে পা রাখে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

মন্তব্য করুন: