মোহাম্মদ সালাহও সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন?
১০ মার্চ ২০২৪
বেশ কিছুদিন ধরেই গুঞ্জনটা চলছে। লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ নাকি সৌদি আরবের কোনো ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন। এই গুঞ্জনের পালে হাওয়া লাগে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর। ব্রিটিশ মিডিয়াগুলো দাবি করতে থাকে, ক্লপের সঙ্গে সালাহ, ট্রেন্ট আলেক্সান্ডার ও ভার্জিল ফন ডাইকও বিদায় নেবেন! সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন সালাহ।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অ্যানফিল্ড ছাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহ বলেছেন, “না, না। তবে এটাই জীবন। সবকিছু এখান থেকে ওখানে যাবে—এটা জীবনের অংশ। খেলোয়াড়েরা এরই মধ্যে ক্লাব ছেড়েছে। গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়ই ক্লাব ছেড়েছে। কোচও ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনিও ক্লাব ছাড়ছেন। একদিন আমিও ক্লাব ছাড়ব। কিন্তু ক্লপের চলে যাওয়ায় কোনো প্রভাব পড়বে না।”
ক্লপের লিভারপুল ছাড়ার খবরে বেশ অবাকই হয়েছেন সালাহ। বিস্ময় গোপন না করেই তিনি বলেন, “এটা অদ্ভুত। আমরা সাধারণত সাড়ে ১০টায় কোনো মিটিং করি না। সাড়ে ১০টায় আমাদের রিপোর্টিংয়ের সময়। তাই যখন তারা বলল, সাড়ে ১০টায় মিটিং, আমার তখন প্রশ্ন জাগে- ব্যাপারটা কী? ক্লপের এজেন্ট এখানে ছিল। আমি ভেবেছিলাম, তিনি চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। মিটিংয়ের ৫ মিনিট আগে ভার্জ (ভার্জিল ফন ডাইক) এসে আমাকে জিজ্ঞেস করল, ‘মিটিং কী নিয়ে জানো?’ আমি বললাম, ‘না’। সে বলল, ‘কোচ চলে যাচ্ছেন’।”
সেই রহস্যময় মিটিং নিয়ে সালাহ আরও বলেন, “আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম। কিন্তু সে আবার বলল ‘সত্যিই কোচ চলে যাচ্ছে!’ আমি কারণ জানতে চাইলে সে বলল ‘জানি না।’ মিটিং শেষে কোচ এরপর বেরিয়ে এলেন এবং খেলোয়াড়েরা সবাই এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি খবরটি নিশ্চিত করলেন। এটা অদ্ভুত। কারণ, কেউ কিছুই জানত না। মিডিয়াতেও কিছু আসেনি। এমনকি তিনি এ খবর শোনার জন্য আমাদের প্রস্তুতও করেননি। তিনি শুধু এটা একবারই বলেছেন। দিনটা আমাদের জন্য অদ্ভুতই ছিল। কিন্তু এটাই ফুটবল।”
মন্তব্য করুন: