শাস্তি ভোগ করে নিজেকে নির্দোষ দাবি রোনালদোর
১১ মার্চ ২০২৪
সৌদি প্রো লিগের ম্যাচে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ করার দায়ে শাস্তি ভোগ করা শেষে নিজেকে নির্দোষ দাবি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি সেই দিনের ঘটনায় তাকে ভুল বোঝা হয়েছিল বলেও দাবি করেছেন আল-নাসের অধিনায়ক।
গত ২৫ ফেব্রুয়ারি লিগে আল-শাবাবের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭৫০তম গোল করেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচটি আল-নাসের ৩-২ গোলে জয়ের পর মাঠে ওই অশালীন ভঙ্গি করেন রোনালদো।
রোনালদোর এই বিতর্কিত কাণ্ড টিভি ক্যামেরায় ধরা না পড়লেও ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তা ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, আল-শাবাবের বিপক্ষে ম্যাচ শেষে দলটির সমর্থকেরা রোনালদোকে উদ্দেশ্য করে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম ধরে স্লোগান দেয়। এতেই চটে যান আল-নাসের তারকা। ‘মেসি, মেসি’ স্লোগান শুনে প্রথমে তাকে কানের পেছনে হাত নিয়ে শোনার ভঙ্গি করতে দেখা যায়। এরপরই আল-শাবাবের সমর্থকদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। এই ঘটনায় আল-নাসের তারকার বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখান সৌদির সাধারণ মানুষ।
ঘটনা তদন্ত শেষে সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি শাস্তি হিসেবে রোনালদোকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ৩০ হাজার রিয়াল জরিমানা করে।
ঘটনার দুই সপ্তাহ পর এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বলেন, “এই সুযোগে আমি ওই ঘটনা নিয়ে কথা বলতে চাই, যে কারণে আমাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হয়েছে। আমি যা করেছি, তা ভুল বুঝেছে সবাই। আমি সবসময় সব দেশের সংস্কৃতিকে সম্মান করি, কিন্তু মানুষ যা দেখতে পায় সবসময় তা সত্যি হয় না।”
মন্তব্য করুন: