আমাকে দেখলে কি পাগল মনে হয় : কাজী সালাউদ্দিন

১৩ মার্চ ২০২৪

আমাকে দেখলে কি পাগল মনে হয় : কাজী সালাউদ্দিন

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে যে, তিনি বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলতে পারেন। সম্প্রতি বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছিলেন, হামজার সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে। কিন্তু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, এখনো অনেক পথ বাকি।

গত ডিসেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কাজী সালাউদ্দিন। বাইপাস সার্জারিও করতে হয়েছিল। দীর্ঘ তিন মাস পর বুধবার তিনি বাফুফেতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হামজার বিষয়ে বাফুফে সভাপতি বলেন, বিষয়টি অত সহজ না (হামজার বাংলাদেশের হয়ে খেলা)। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সে বা আমরা চাইলেই তো হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। হামজার ক্লাবকে রাজি হতে হবে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রাজি হতে হবে। বাফুফে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হামজাকে আমরা আনতে চাই।

বেশ কিছুদিন ধরেই কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ফটোকার্ড দেখা যাচ্ছে, যাতে কাজী সালাউদ্দিনের বয়ানে লেখা হামজা বাংলাদেশের লিগে খেললে যোগ্যতা প্রমাণ করতে হবে। এই বক্তব্য অস্বীকার করে কাজী সালাউদ্দিন বলেন, আমাকে দেখলে কি পাগল মনে হয়! হামজাকে বাংলাদেশের লিগে কেন যোগ্যতা প্রমাণ করতে হবে। আমি তো পাগল না, আমি নিজে ফুটবলার ছিলাম। আমি অমন কথা কেন বলতে যাব?

মন্তব্য করুন: