গোল করার পর হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত মেসি
১৪ মার্চ ২০২৪
বার্সেলোনার স্মৃতি ফিরিয়ে এনে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেস। বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ফিরতি লেগে ন্যাশভিলকে ৩–১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচটিতে নিজে গোল করার পাশাপাশি সুয়ারেসকে দিয়েও গোল করিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে ম্যাচের এক পর্যায়ে তিনি মাঠ ছেড়ে উঠে গেলে জন্ম নেয় শংকার।
মায়ামির হয়ে মৌসুমের প্রথম চার ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছেন ৩৬ বছর বয়সী মেসি। তবে ন্যাশভিলের বিপক্ষে ৫০ মিনিটেই তিনি মাঠ ছেড়ে উঠে পড়েন। সাথে সাথেই ইনজুরির গুঞ্জন ছড়ায়। ম্যাচ শেষে মেসির চোটের ব্যাপারটি নিশ্চিত করেছেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছেন। অস্বস্তি বোধ করায় তাকে তুলে নিয়ে রবার্ট টেলরকে বদলি নামানো হয়।
মেসি কবে ফিরবেন সেটা আপাতত অনিশ্চিত। তবে মেসিভক্তদের জন্য দুঃসংবাদ হলো, আগামী শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেসি মাঠে নামবেন না। মার্তিনো বলেছেন, “আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। সে আরেকটু সময় খেলতে পারে কি না, সেটা বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু সে অস্বস্তি বোধ করায় মাঠ থেকে তুলে নিই। (ডিসি ইউনাইটেডের বিপক্ষে) ঝুঁকি নিতে চাই না। তবে আমার মনে হয় শনিবারের ম্যাচে তাকে পাওয়া যাবে না।”
মন্তব্য করুন: