এমবাপ্পের বদলি হিসেবে র‌্যাশফোর্ডকে দলে চায় পিএসজি

১৪ মার্চ ২০২৪

এমবাপ্পের বদলি হিসেবে র‌্যাশফোর্ডকে দলে চায় পিএসজি

চলতি মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। এরই মধ্যে ফরাসি ক্লাবটি দলের সবচেয়ে বড় তারকার বদলি খোঁজার কাজও শুরু করে দিয়েছে। গুঞ্জন রয়েছে এই তালিকায় ফরাসি চ্যাম্পিয়নদের প্রথম পছন্দ মার্কাস ্যাশফোর্ড। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই ইংলিশ ফরোয়ার্ডকে দলে নেওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে তারা।

বুধবার ব্রিটিশ দৈনিক দ্য মিরর এক প্রতিবেদনে জানায়, ্যাশফোর্ডকে দলে নিতে ইউনাইটেডকে সাড়ে কোটি পাউন্ডের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিএসজি। এর আগে ২০২২ সালেও ্যাশফোর্ডকে দলে ভেড়াতে প্যারিসের দলটি সপ্তাহে লাখ পাউন্ড বেতনের লোভনীয় এক প্রস্তাব দেয়। কিন্তু তা নাকচ করে দিয়ে গত মৌসুমে ৩০ গোল করে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউনাইটেডের সঙ্গে সপ্তাহে সাড়ে লাখ পাউন্ড পারিশ্রমিকে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেন।

তবে চলতি মৌসুমে মোটেও নিজের সেরা ছন্দে নেই ্যাশফোর্ড। গত অক্টোবর থেকে কোচ এরিক টেন হাগের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন বিদ্যমান। সে সময় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে - গোলে হারের ঘণ্টাখানেক পর নিজের জন্মদিন পালনের জন্য শহরের একটি নাইটক্লাবে যান ্যাশফোর্ড।

এরপর গত জানুয়ারিতে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচের আগে বেলফাস্টের এক নাইটক্লাবে ১২ ঘণ্টা মদ্যপান করে দলের অনুশীলন মিস করেন এই ফরোয়ার্ড। এই ঘটনায় ক্লাব থেকে শাস্তির মুখোমুখি হতে হয় তাকে। তখন থেকে ্যাশফোর্ডের ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে।

মন্তব্য করুন: