ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

১৫ মার্চ ২০২৪

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা থেকে রেহাই মিলছে না কারোরই। নির্বিচার হামলায় হতাহতদের মধ্যে ফিলিস্তিনি নারী ও শিশুদের পাশাপাশি আছে দেশটির ক্রীড়াবিদরাও। ফিলিস্তিন ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোজার প্রথম দিন গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির জাতীয় দলের সাবেক ফুটবলার মোহাম্মদ বারাকাত।

সতীর্থদের কাছেদ্য লায়ন বাসিংহ নামে পরিচিত বারাকাত গত সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলের হামলায় নিজ বাসায় নিহত হন।

বার্তা সংস্থা এপি জানায়, ফিলিস্তিন জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড সৌদি আরব, জর্ডান গাজার ক্লাব ফুটবলে খেলেছেন। ২০১৫ সালে গাজা প্রিমিয়ার লিগের ক্লাব শাবাব খান ইউনিসে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বারাকাত। গাজার প্রথম ফুটবলার হিসেবে একটি ক্লাবের হয়ে কমপক্ষে ১০০ গোলের রেকর্ড এই ক্লাবের হয়েই গড়েছিলেন তিনি।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য মতে, গাজায় গত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় বারাকাতসহ এখন পর্যন্ত মোট ১৫৮ জন ক্রীড়াবিদ নিহত হলেন, যার মধ্যে আছেন ৯১ ফুটবলার।

ফিলিস্তিন জাতীয় দলে ফুটবল খেলার পাশাপাশি দেশটির বিচ ফুটবল দলের হয়ে ২০১২ সালে এশিয়ান বিচ গেমসে গোল করে দলকে ব্রোঞ্জ জেতাতে সহায়তা করেন বারাকাত। ২০২৩২৪ মৌসুমে এই ফরোয়ার্ড আহলি গাজার হয়ে খেলছিলেন।

গত বছর অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল-জাজিরার মতে, এই হামলা ২৫ হাজারেরও বেশি নারী শিশুকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, গাজা ছাড়াও ফিলিস্তিনের তুলকারেম শহরে অভিযান চালিয়ে তিন ফুটবলারকে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করেছে বলে জানায় দেশটির ফুটবল ফেডারেশন।

মন্তব্য করুন: