এবার মেসির গোলের পর ‘রোনালদো’ ‘রোনালদো’ স্লোগান
১৫ মার্চ ২০২৪
সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে লক্ষ্য করে ‘মেসি’ ‘মেসি’ স্লোগান শোনা গিয়েছিল। জবাব দিতে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে শাস্তি পেয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচের জন্য। এবার একই অভিজ্ঞতার সন্মুখীন হলেন লিওনেল মেসি। তার গোলের পর দর্শকদের ‘রোনালদো’ ‘রোনালদো’ স্লোগান ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
গত বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ফিরতি লেগে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। সেই ম্যাচে মায়ামির প্রথম গোলটি করেন লুইস সুয়ারেস, যাতে অ্যাসিস্ট করেন মেসি। এরপর আর্জেন্টাইন সুপারস্টার নিজেই দলের দ্বিতীয় গোলটি করেন। মেসি যখন গোল উদযাপন করছিলেন, তখন ন্যাশভিলের সমর্থকেরা ‘রোনালদো, রোনালদো’ বলে স্লোগান দিতে থাকেন।
Nashville fans were chanting Cristiano Ronaldo's name in front of Lionel Messi. The GOAT haunts him wherever he goes ??pic.twitter.com/21ns64ARvz
— LLF (@laligafrauds) March 14, 2024
মেসির উদ্দেশে দেওয়া ‘রোনালদো, রোনালদো’ স্লোগানের সেই ভিডিও ভাইরালও হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে দর্শকদের এমন স্লোগানের বিপরীতে মেসি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি নিজের মতো করেই গোল উদযাপন করছিলেন। ম্যাচটিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ৫০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। চোটের কারণে আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে তার মাঠে নামা হচ্ছে না।
মন্তব্য করুন: