রোনালদোর হাফ-সেঞ্চুরিতে আল-নাসেরের জয়
১৬ মার্চ ২০২৪
সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের দ্যুতি ছড়িয়ে গেলেও সময়টা তেমন ভালো কাটছিল না তার দল আল-নাসেরের। তবে দলের সবচেয়ে বড় তারকার মাইলফলকের স্পর্শের ম্যাচে খারাপ সময়কে যেন কিছুটা পেছনে ফেলতে পেরেছে তারা। পর্তুগিজ মহাতারকার একমাত্র গোলে জয়ের ধারায় ফিরেছে আল-নাসের।
শুক্রবার সৌদি প্রো লিগে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে স্বাগতিক আল-আহলিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান আরও দৃঢ় করেছে আল-নাসের। ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন রোনালদো।
এই গোলে সৌদি ক্লাবটির হয়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিং’স কাপ, সুপার কাপ এবং আরব চ্যাম্পিয়ন্স কাপ মিলিয়ে ৫৮ ম্যাচে তার গোল এখন ৫০টি। ফলে, একমাত্র ফুটবলার হিসেবে চারটি ভিন্ন দেশে - ইংল্যান্ড, স্পেন ও ইতালির পর সৌদি আরবেও ৫০ গোলের রের্কড করলেন তিনি।
তবে এই ম্যাচের আগে টানা চার ম্যাচে জয়হীন ছিল রোনাদোর দল। বিদায় নিতে হয় এশিয়ান চ্যাম্পিয়নস লিগ থেকেও। লিগেও দুই ম্যাচে পায়নি জয়ের দেখা। আর তাই অধরা জয়ের জন্য মরিয়া হয়েই তারকা সমৃদ্ধ আল-আহলির মাঠে নামে আল-নাসের। কিন্তু ধীরগতির প্রথমার্ধের খেলা খুব একটা জমেনি।
রোনালদো একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করা হয়। দ্বিতীয়ার্ধে একই ভাগ্য বরণ করতে হয় আল-আহলির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোকেও। আর ৬৮তম মিনিটে ভিএআরের কল্যাণে ম্যাচের ভাগ্য নির্ধারনী পেনাল্টিটি পায় আল-নাসের।
এই জয়ে ২৪ ম্যচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান আরও মজবুত করল রোনালদোর দল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আল-আহলি। ২৩ ম্যাচে শীর্ষে থাকা আল-হিলালের পয়েন্ট ৬৫। লিগের একমাত্র অপরাজিত দলটি জিতেছে তাদের শেষ ২১ ম্যাচ।
মন্তব্য করুন: