৬০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

১৭ মার্চ ২০২৪

৬০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন একের পর এক গোলের রেকর্ড গড়ে যাচ্ছেন। ডার্মস্টাডের মাঠে গতকাল বায়ার্ন মিউনিখের ৫-২ ব্যবধানের জয়েও একটি গোল করেছেন কেইন। আর এই গোলেই বুন্দেসলিগায় আরেকটি গোলের রেকর্ড গড়েছেন তিনি।

এই নিয়ে বুন্দেসলিগার চলতি মৌসুমে ২৬ ম্যাচ খেলে ৩১ গোল হলো কেইনের। এর আগে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে আর কোনো ফুটবলারই এত গোল করতে পারেননি। ৬০ বছর আগে ১৯৬৩-৬৪ মৌসুমে হামবুর্গের হয়ে বুন্দেসলিগা অভিষেকে ৩০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি উয়ে সিলার। এবার হ্যারি কেইন সেই রেকর্ড নিজের করে নিলেন।

হ্যারি কেইন রেকর্ড গড়ে চললেও বুন্দেসলিগার শিরোপা জয়ের লড়াইয়ে তার দল পিছিয়েই পড়ছে। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের দুইয়ে। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত অপরাজিত লেভারকুজেন।

মন্তব্য করুন: