মেসিকে নিয়ে দুশ্চিন্তা বাড়ল আর্জেন্টিনার
১৭ মার্চ ২০২৪
লিওনেল মেসির চোট নিয়ে আর্জেন্টিনা দলে দুশ্চিন্তা বাড়ছে। ইন্টার মিয়ামির হয়ে গত বৃহস্পতিবার মাঠে নেমে গোল করার পর চোটে পড়েন মেসি। সামনেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুটি ম্যাচে মেসির খেলা নিয়ে আগেই শঙ্কা জেগেছিল। এবার ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনোর কথায় আভাস মিলছে, আসছে দুই প্রীতি ম্যাচের কোনোটিতেই হয়তো অধিনায়ককে পাবে না আর্জেন্টিনা দল।
গত রোববার ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে দলের ৩-১ গোলে জয়ের ম্যাচে ছিলেন না মেসি। এই সপ্তাহেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের বিরতি। এ সময় যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদর এবং চার দিন পর লস অ্যাঞ্জেলেসে কোস্টা রিকার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর মার্তিনো বলেছেন, “মেসির চোটের অবস্থার উন্নতি কেমন হচ্ছে তা এই সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। তাকে নিয়ে একটা লক্ষ্য আছে, আর সেটা হলো তাকে কনকাকাফ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে খেলানো। মেসি পেশীতে চোট পেয়েছে। (আর্জেন্টিনা) জাতীয় দলের সঙ্গে জড়িত ব্যক্তিরাই তার (আর্জেন্টিনা দলে) যোগ দেওয়ার বিষয়ে মন্তব্য করতে পারে।”
উল্লেখ্য, কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারানোর ম্যাচে নিজে একটি গোল করার পাশাপাশি লুইস সুয়ারেসকেও গোলে সহায়তা করেন মেসি। ম্যাচটির ৫০তম মিনিটে মেসি মাঠ থেকে উঠে যান। পরে ক্লাবটির পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী সুপারস্টার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।
মন্তব্য করুন: