হ্যাটট্রিক করে পিএসজিকে জেতালেন এমবাপ্পে

১৮ মার্চ ২০২৪

হ্যাটট্রিক করে পিএসজিকে জেতালেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, ততই যেন আফসোস বাড়ছে পিএসজিতে। এমন একজন তারকাকে হাতছাড়া করা তো চাট্টিখানি কথা নয়। সেই আফসোস আরও বাড়িয়ে লিগ আঁতে তিন ম্যাচ পর জালের দেখা পেলেন এমবাপ্পে। ছড়ালেন হ্যাটট্রিকের আলো। তার দারুণ নৈপুণ্যের দিনে তিন ম্যাচ পর ঘরোয়া লিগে জয়ের স্বাদ পেল পিএসজি।

মোঁপেলিয়ের মাঠে রোববার রাতে বর্তমান শিরোপাধারীরা ৬-২ গোলে জিতেছে। পিএসজির হয়ে বাকি তিনটি গোল করেছেন ভিতিনিয়া, লি কাং-ইন এবং নুনো মেন্দেস।

ম্যাচের চতুর্দশ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ২২তম মিনিটে সতীর্থের পাস পেয়ে দুরূহ কোণ থেকে তিনি গোলটি করেন। আট মিনিট পর ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেন ফরাসি ফরোয়ার্ড নর্দিন। বিরতির আগে সমতাসূচক গোলের দেখাও পায় স্বাগতিকরা; গোলটি করেন ফরাসি মিডফিল্ডার সেভেনিয়ের।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কেনো প্রতিরোধই গড়তে পারেনি মোঁপেলিয়ে। তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৫০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলকে ফের এগিয়ে নেন এমবাপ্পে। ৫৩তম মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং-ইনও বক্সের বাইরে থেকে বল জালে পাঠান।

৬৩তম মিনিটে ভিতিনিয়ার পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা এমবাপ্পে। চলতি লিগে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে প্রতিপক্ষের জালে শেষ গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার মেন্দেস। দারুণ এই জয়ে ২৬ ম্যাচে ১৭ জয় ও ৮ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল পিএসজি।

মন্তব্য করুন: