অবশেষে টিকিটের অর্থ ফেরত পাচ্ছেন হংকংয়ের মেসি সমর্থকরা

১৯ মার্চ ২০২৪

অবশেষে টিকিটের অর্থ ফেরত পাচ্ছেন হংকংয়ের মেসি সমর্থকরা

মাঠে বসে লিওনেল মেসির খেলা দেখার সুযোগ এশিয়ার ফুটবলপ্রেমীদের খুব একটা আসে না বললেই চলে। তবে বছরের শুরুর দিকে সেই সুযোগ পেয়েছিলেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা। মাঠে বসে আর্জেন্টাইন মহাতারকাকে জাদু দেখার জন্য মোটা অঙ্কের অর্থও খরচ করেছিলেন তারা। কিন্তু মেসি ঝলক আর তাদের দেখা হয়নি। এর ক্ষতিপূরণ হিসেবে হংকংয়ের মেসিভক্তদের টিকিটের অর্ধেক মূল্য ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজকরা।

গত ৪ ফেব্রুয়ারি ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে হংকং একাদশের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মেসির। ম্যাচ দেখতে কানায় কানায় পূর্ণ ছিল হংকং স্টেডিয়ামও। এমনকি প্রিয় তারকার খেলা দেখতে ১১০ ডলার খরচ করে টিকিটও কাটেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে হতাশ করে এক মিনিটের জন্যও মাঠে নামেননি আটবারের ব্যালন ডিঅরজয়ী মেসি।

সে সময় বিষয়টি নিয়ে ব্যাপক চটেছিলেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা। গ্যালারিতে বসেই টিকিটের অর্থ ফেরত চেয়ে স্লোগানও শুরু করেন তারা। আর ম্যাচ শেষে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো মেসির না খেলার কারণ হিসেবে জানান চোটের কথা। একই সঙ্গে সমর্থকদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন।

এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তা আরও খারাপের দিকে যায় যখন তিন দিন পর মেসি জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে খেলতে নামেন। ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ৩০ মিনিট খেলেন মেসি। আর এতেই মায়ামির কাছে ব্যাখ্যাও দাবি করে হংকং সরকার।

পুরো ঘটনায় চীনজুড়ে মেসি বিরোধী বিক্ষোভ বাড়তে থাকে। এক প্রকার বাধ্য হয়েই চীনে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচও বাতিল করে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে এক ভিডিও বার্তায় চোটের কারণ খেলতে না পারার বিষয়টি উল্লেখ করে হংকংয়ের ফুটবলপ্রেমীদের কাছে দুঃখও প্রকাশ করেন আর্জেন্টিনার অধিনায়ক। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এবার দর্শকদের দাবি মেনে নিয়ে সেই ম্যাচটির আয়োজক প্রতিষ্ঠান টাটলার এশিয়া টিকিটের অর্ধেক অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে যারা নির্ধারিত জায়গা থেকে টিকিট কিনেছেন শুধু তাদেরকেই অর্থ ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন: