গ্রিজমানের রেকর্ড যাত্রা থামছে
১৯ মার্চ ২০২৪
চোট পাওয়ায় থেমে গেল আঁতোয়ান গ্রিজমানের রেকর্ড যাত্রা। ফ্রান্স জাতীয় দলের হয়ে সবশেষ ৮৪ ম্যাচ তিনি টানা খেলে গেছেন। ফুটবলের ইতিহাসে আর কোনো ফুটবলারই জাতীয় দলের হয়ে একটানা এত ম্যাচ খেলতে পারেনি। এবার চোটের কারণে জার্মানি ও চিলির বিপক্ষে সামনের দুই প্রীতি ম্যাচে এই ফরোয়ার্ডকে পাবে না ফ্রান্স।
আতলেতিকো মাদ্রিদের ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোট পাওয়ার বিষয়টি সোমবার ফ্রান্স দলের পক্ষ থেকে জানানো হয়। তিনি অ্যাঙ্কেলে চোট পেয়েছেন। প্রীতি ম্যাচ দুটিতে তার জায়গায় ডাক পেয়েছেন মার্সেই থেকে বর্তমানে ধারে লাৎসিওতে খেলা মিডফিল্ডার মাতেও গেনদুজি। ২৪ বছর বয়সী গেনদুজি জাতীয় দলের হয়ে এর আগে সাতটি ম্যাচ খেলেছেন।
ফরাসি কোচ দিদিয়ের দেশম গ্রিজমানের বাদ পড়া কথা বলেন, ‘আঁতোয়ান (গ্রিজমান) গত রাতে ৪৫ মিনিট খেললেও ওর অ্যাঙ্কেলে সমস্যা রয়ে গেছে। আঁতোয়ানের মানের খেলোয়াড়ের বিকল্প তো আমরা খুঁজে পাব না। পজিশন অনুযায়ী বিকল্প খেলোয়াড় খুঁজে পাওয়া খুব, খুব কঠিন কাজ।’
আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের জার্সি পরে ১২৭টি ম্যাচ খেলেছেন গ্রিজমান। ফ্রান্সের হয়ে চতুর্থ সর্বোচ্চ ৪৪ গোলের মালিকও তিনি। গ্রিজমানকে ছাড়া ফ্রান্স সর্বশেষ ম্যাচ খেলেছে ২০১৭ সালের ১৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে।
আগামী শনিবার জার্মানির বিপক্ষে এবং ২৬ মার্চ চিলির বিপক্ষে খেলবে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স। দুটি ম্যাচই হবে ফ্রান্সের মাটিতে।
মন্তব্য করুন: