নৈশক্লাবে ধর্ষণ : আলভেজের পর এবার জেলের পথে ব্রাজিল তারকা রবিনিও
২০ মার্চ ২০২৪
বার্সেলোনার একটি নৈশক্লাবে একজন তরুণীকে ধর্ষণের অভিযোগে কয়েকদিন আগেই সাড়ে চার বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল তারকা দানি আলভেসের। এবার একই অভিযোগে জেলে যেতে বসেছেন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রবিনিও। ধর্ষণের অভিযোগে তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিল ইতালির আদালত। তবে তিনি এই শাস্তি ব্রাজিলে কাটাতে পারবেন কিনা- সে বিষয়ে বুধবার সিদ্ধান্ত দেবে ব্রাজিলের আদালত।
২০১৩ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলার সময় মিলানের এক নৈশ ক্লাবে আলবেনিয়ান এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে রবিনিওর বিরুদ্ধে। সেই নারী নিজের ২৩তম জন্মদিন উদ্যাপন করতে গিয়েছিলেন। রবিনিওসহ ৬ জনের বিরুদ্ধে সেই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে ২০১৭ সালে রবিনিওকে ৯ বছরের কারাদণ্ড দেয় ইতালির আদালত। এরপর ইতালির সর্বোচ্চ আদালতও রায় বহাল রাখে। রবিনিওর বিরুদ্ধে জারি করা হয় আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।
কিন্তু রবিনিও ব্রাজিলে চলে আসায় এখনো জেলে যেতে হয়নি। নিজের দেশে তিনি মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছেন। ২০২২ সালে এই শাস্তি অনুমোদন করে ব্রাজিল সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছিল ইতালি। কিন্তু বাইরের কোনো দেশে অপরাধ সংঘটনের পর সেই দেশের বিচারিক কর্তৃপক্ষের কাছে নিজেদের নাগরিককে হস্তান্তর করে না ব্রাজিল। তবে ইতালির অনুরোধের পর রবিনিওর শাস্তির বিষয়টি পর্যালোচনা করে দেখবে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস (এসটিজে)।
৪০ বছর বয়সী রবিনিও অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, উভয়ের সম্মতিতেই এই ঘটনা ঘটেছে। গত রোববার ব্রাজিলের নেটওয়ার্ক ‘টিভি রেকর্ড’ কে তিনি বলেছেন, “আশা করি ব্রাজিলে আমি সেভাবে কথা বলতে পারব, যেটা আমার ওখানে (ইতালি) ছিল না। এটা পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছে। আমি তা কখনো অস্বীকার করিনি। অস্বীকার করতে পারতাম। কারণ আমার ডিএনএ পাওয়া যায়নি। কিন্তু আমি মিথ্যাবাদী নই। ইতালিতে চার বছর খেলেছি এবং সেখানে বর্ণবাদের ঘটনা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। বর্ণবাদের বিরুদ্ধে কিছুই না করা লোকজনই আমাকে দোষী সাব্যস্ত করেছে।”
মন্তব্য করুন: