রিয়ালের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী ক্রুস

২০ মার্চ ২০২৪

রিয়ালের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী ক্রুস

চলতি মৌসুমের পরেই শেষ হতে চলেছে রিয়াল মাদ্রিদের সঙ্গে টনি ক্রুসের বর্তমান চুক্তির মেয়াদ। নতুন চুক্তির বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এখনও আলোচনা না হলেও তা নিয়ে তিনি খুব একটা ভাবছেনও না। মৌসুম শেষে সান্তিয়াগো বের্নাবেউয়ে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী অভিজ্ঞ এই জার্মান মিডফিল্ডার।

আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে বসবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর। এই আসরকে সামনে রেখে গত মাসে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দেন জার্মানির হয়ে ১০৬ ম্যাচ খেলা ক্রুস। ফ্রান্স নেদারল্যান্ডসের বিপক্ষে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রীতি ম্যাচের দলে আছেন তিনি।

আগামী শনিবার ফ্রান্সের বিপক্ষে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে জার্মানি। সেই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন ক্রুস। কথা বলেন ইউরো শেষে জাতীয় দলে তার ভবিষ্যৎ এবং ক্লাব ফুটবল নিয়েও। সেখানেই ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, রিয়ালের সঙ্গে ২০২৪-২৫ মৌসুমের আগে নতুন চুক্তি না হওয়ার বিষয়টি।   

আমাদের সামনে টুর্নামেন্ট (ইউরো) থাকায় আমি সত্যিই অন্য কিছু নিয়ে খুব বেশি চিন্তা করিনি। আমাকে প্রথমে আমার (ক্লাবের) সঙ্গে চুক্তির বিষয়ে পরিষ্কার হতে হবে। পরের মৌসুমের জন্য এখনও আমার চুক্তি হয়নি।

গত মৌসুমের শেষ দিকে ক্রুসের সঙ্গে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ায় রিয়াল, যা শেষ হবে আগামী ৩০ জুন। ক্লাবের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় এবারও তেমন কিছুরই আশা করছেন ২০১৪ সালে মাদ্রিদে পাড়ি জমানো এই ফুটবলার।

ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, কোনো সমস্যা নেই। উভয় পক্ষই নিশ্চিন্তে আছি। ক্লাবের এবং ব্যক্তিগতভাবে আমার ভালো একটি মৌসুম কাটছে। আশা করছি আমরা একটি সন্তোষজনক সমাধান খুঁজে পাব।

জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ের পর বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়ালে যোগ দেন ক্রুস। খুব দ্রুতই স্প্যানিশ ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। লস ব্লাঙ্কোসদের হয়ে এখন পর্যন্ত ৪৫৫ ম্যাচে মাঠে নামা ক্রুস জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।  

অন্যদিকে, জার্মান দলের বেশ কঠিন এক সময়েই জাতীয় দলে ফিরেছেন ক্রুস। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্বই পেরুতে পারেনি। নিজেদের সবশেষ ১০ ম্যাচে জয়স্রেফ দুটিতে। নিজের অভিজ্ঞতা দলের জন্য দলের জন্য ভালো কিছু বয়ে আনবে জানিয়ে ক্রুস বলেন, “যখন কেউ দলে ফিরে আসে এবং তার শত ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকে, তখন এটা কিছুটা অন্যরকম হতে পারে, তবে খারাপ কিছু নয়।

আগামী শনিবার ফ্রান্স এবং মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। ইউরো শুরুর আগে ইউক্রেন গ্রিসের বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

মন্তব্য করুন: