ইতালিতে ধর্ষণের দায়ে ব্রাজিলে জেলে যেতে হচ্ছে রবিনিওকে

২১ মার্চ ২০২৪

ইতালিতে ধর্ষণের দায়ে ব্রাজিলে জেলে যেতে হচ্ছে রবিনিওকে

২০১৩ সালে ইতালির একটি নৈশক্লাবে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রনিবিও। সে ঘটনায় ইতালির আদালত তাকে নয় বছরের কারাদণ্ড দিলেও তার আগেই নিজ দেশে চলে এসেছিলেন। এবার সেই সাজা ব্রাজিলেই খাটতে হবে বলে রায় দিয়েছে দেশটির উচ্চ আদালত।

বুধবার আদালত এই রায় দেয়। ব্রাজিলের আইন অনুযায়ী, দেশটির কোনো নাগরিক বিদেশে কোনো অপরাধ করার পর দেশে ফিরলে তাকে ছেড়ে আসা দেশের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় না। ফলে ব্রাজিলেই রবিনিওর সাজার অনুরোধ জানায় ইতালি। 

ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে খেলার সময় ২০১৩ সালে মিলানের এক নৈশক্লাবে আলবেনিয়ান এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে রবিনিওর বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০১৭ সালে সাজা দেয় ইতালির একটি আদালত। রায়ের বিরুদ্ধে ২০২০ সালে মিলানের আদালতে আপিল করলেও তার সাজা বহাল রাখা হয়।

ইতালির সর্বোচ্চ আদালত ২০২২ সালে এই ব্রাজিল সরকারকে এই সাজা কার্যকর করার অনুরোধ জানালে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস (এসটিজে) বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানায়। সেটিরই চূড়ান্ত রায় এল।

আদালতের রায়ে দ্রুতই ৪০ বছর বয়সী রবিনিওর সাজার মেয়াদ শুরু করার কথা বলা হয়। তবে রায় ঘোষণার দিন এই ফুটবলার আদালতে উপস্থিত ছিলেন না। রায় ঘোষণা শেষে তার আইনজীবী এর বিরুদ্ধে আপিল করার কথা জানান।

অন্যদিকে, ঘটনার শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন রবিনিও। সম্প্রতি ব্রাজিলের এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নারীর সঙ্গে সবকিছু পারস্পারিক সম্মতিতে হওয়ার কথা জানান। একই সঙ্গে এই ঘটনায় ইতালির বিচারিক ব্যবস্থাকে ‘বর্ণবাদী’ হিসেবেও আখ্যা দেন তিনি।

ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করেছেন রবিনিও। খেলেছেন রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে। একটা সময় তাকে ব্রাজিলের ভবিষ্যৎ তারকা ভাবা হলেও নিজের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

মন্তব্য করুন: