প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো-ইউক্রেন
২১ মার্চ ২০২৪
প্যারিস অলিম্পিকের ফুটবলে স্বর্ণপদক জয়ের অভিযানে বেশ কঠিন গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে স্বাগতিক ফ্রান্স।
মঙ্গলবার ২০২৪ সালের অলিম্পিক আসরের ফুটবল ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ‘এ’ গ্রুপে স্বাগতিক ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউ জিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং এএফসি ও সিএএফের মধ্যে প্লে–অফে জয়ী দল। অন্যদিকে, ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন এবং এএফসি থেকে কোয়ালিফাই করা তৃতীয় দল।
গত মাসে অলিম্পিক ফুটবলের বাছাইপর্বে ২০২০ আসরের স্বর্ণপদকজয়ী ব্রাজিলকে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করে ২০০৪ ও ২০০৮ আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অলিম্পিক দলে ২৩ বছরের বেশি বয়সী তিনজন খেলোয়াড় নেওয়ার নিয়ম থাকায় নিজেদের তৃতীয় স্বর্ণপদক জয়ের অভিযানে তারা দলে নিতে পারে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসিকে।
অন্যদিকে, ফ্রান্সের হয়ে এবারের আসরে খেলার আগ্রহ প্রকাশ করেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে টুর্নামেন্ট শুরুর ১০দিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর শেষ হওয়ায় ২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। অলিম্পিক ফুটবলে একমাত্র স্বর্ণপদকটি ১৯৮৪ সালে জেতে ফ্রান্স।
টোকিও অলিম্পিকে রৌপ্যপদকজয়ী স্পেন ‘সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে মিশর, ডমিনিকান প্রজাতন্ত্র এবং এএফসি কোয়ালিফাইয়ের দ্বিতীয় দলের সঙ্গে। ‘ডি’ গ্রুপে প্যারাগুয়ের প্রতিপক্ষ মালি, ইসরায়েল ও এএফসি কোয়ালিফাইয়ে শীর্ষ দল।
কাতারে আগামী ১৫ এপ্রিল শুরু এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের শীর্ষ তিন দল প্যারিস অলিম্পিকে সুযোগ পাবে। অর্থাৎ, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ‘ডি’ গ্রুপে, রানার্স-আপ দল ‘সি’ গ্রুপে এবং তৃতীয় দলটি খেলবে ‘বি’ গ্রুপে।
এশিয়া মহাদেশ (এএফসি) এবং আফ্রিকা মহাদেশের (সিএএফ) মধ্যকার দুই দলের প্লে–অফে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে গিনি এবং এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে চতুর্থ হওয়া দল।
আগামী ২৬ জুলাই প্যারিসে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। আসর শুরুর দুইদিন আগে অর্থাৎ, ২৪ জুলাই মাঠে গড়াবে ফুটবলের ইভেন্ট, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত।
মন্তব্য করুন: