ফিলিস্তিনের কাছে ৫ গোল খেল বাংলাদেশ

২২ মার্চ ২০২৪

ফিলিস্তিনের কাছে ৫ গোল খেল বাংলাদেশ

দুই দলের শক্তিমত্তার পার্থক্য অনেক। তাই ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা অনুমেয়ই ছিল। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ বেশ ভালো প্রতিরোধ গড়লেও প্রথমার্ধের শেষদিকে খেই হারিয়ে ফেলে। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি। ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপের ম্যাচের বৃহস্পতিবার ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন ওদেই দাবাঘ, জোড়া গোল করেছেন শেহাব কুম্বর।

কুয়েতের জাবের আল-আহমাদ স্টেডিয়ামে বৃস্পতিবার আই গ্রুপের ম্যাচে সপ্তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডানদিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব বক্সে থাকা ফাহিমকে ঠিকঠাক বল পাস করতে পারেননি। নবম মিনিটে লং পাস ক্লিয়ার করতে বিশ্বনাথ লাফিয়ে উঠলেও মাথা ছোঁয়াতে পারেননি। ১৯তম মিনিটে ফিলিস্তিনি ফরোয়ার্ড ইসলাম বার্তানের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৬তম মিনিটে ডি বক্সে বল পেয়েও অযথা তাড়াহুড়া করতে গিয়ে সুবর্ণ সুযোগ হারান সোহেল। বল উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৪২ তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। বাঁ দিক থেকে মুসাব বাত্তার জোরাল শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও হাতে রাখতে পারেননি। বল পেয়ে জালে পাঠিয়ে দেন দাবাঘ। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে ব্যাবধান দ্বিগুণ করেন কুম্বর। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও মঞ্চে কুম্বর। কোনাকুনি শটে তিনি মিতুলকে পরাস্ত করেন। ৫৩তম মিনিটে মাহমুদ ঈদের ক্রসে বক্সে দাবাঘ দারুণ সাইড ভলিতে বল জালে পাঠান। ৭৭তম দাবাঘের প্রথম শট আটকালেও পুরোপুরি গ্লাভসে নিতে পারেননি মিতুল; দ্বিতীয় প্রচেষ্টাতেও বল জমাতে পারেননি তিনি; ফিরতি শটে হ্যাটট্রিক পূরণ করেন দাবাঘ।

শেষ দিকে দূরপাল্লার শটে চেষ্টা করেছিলেন জামাল। কিন্তু বল ক্রসবারের উপর দিয়ে উড়ে গেলে সান্ত্বনার গোলের দেখাও পাওয়া হয়নি বাংলাদেশের। চলতি বাছাইয়ে বাংলাদেশের এটি দ্বিতীয় হার। সব মিলিয়ে ফিলিস্তিনের বিপক্ষে এ নিয়ে ষষ্ঠ ম্যাচ হারল বাংলাদেশ। আগের ছয় ম্যাচের মধ্যে  ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ১-১ ড্রই সেরা প্রাপ্তি। আগামী ২৬ মার্চ ফিরতি লেগের ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিলিস্তিনের মুখোমুখি হবে কাবরেরার দল।

মন্তব্য করুন: