আলভেসের পাশ থেকে সরে দাঁড়াল নেইমারের পরিবার

২২ মার্চ ২০২৪

আলভেসের পাশ থেকে সরে দাঁড়াল নেইমারের পরিবার

বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণের মামলায় দানি আলভেসকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল স্পেনের এক আদালত। বিচারকার্যের শুরু থেকেই আর্থিক সহায়তা দিয়ে ব্রাজিলের এই ডিফেন্ডারের পাশে ছিলেন দেশটির তারকা ফুটবলার নেইমারের পরিবার। তবে ধর্ষণের ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় আলভেসের পাশ থেকে সরে দাঁড়িয়েছে তারা।

গত বুধবার বার্সেলোনার আদালতে ধর্ষণের মামলায় জামিন পার আলভেস। তবে মুচলেকা হিসেবে তাকে ১০ লাখ ইউরো প্রদান করতে হবে। কিন্তু শুরু থেকেই এই ফুটবলারকে আর্থিকভাবে সহায়তা করে আসা নেইমারের পরিবার এই অর্থ প্রদানে অস্বীকৃতি জানায়।  

নেইমারের পরিবারের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, বিচারকার্য চলার সময় তারা আলভেসকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। কিন্তু এখন আলভেস ধর্ষণের মামলায় দোষী প্রমাণিত হয়ে দণ্ড তাকে আর সাহায্য করবে না। গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে নেইমারের বাবা বলেন, “আমার জন্য, আমার পরিবারের জন্য বিষয়টি এখানেই শেষ। ফুল স্টপ।

তবে আলভেসের আইনি লড়াইয়ে তারা এখন পর্যন্ত কত টাকা খরচ করেছেন সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। মূলত বিচারকার্যে নেইমারের নাম জড়ানোর চেষ্টা করায় ব্রাজিল ডিফেন্ডারের পাশ থেকে সরে দাঁড়ানো হয়েছে বলে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়।

স্পেনের আদালত রায় দেওয়ার পর এই বিষয়ের সঙ্গে আমার এবং আমার ছেলের নাম জড়ানোর একটা চেষ্টা হয়েছে, যা এখন আর আমাদের আওতার মধ্যে নেই।

ব্রাজিল জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনা পিএসজিতে একসঙ্গে খেলেছিলেন নেইমার আলভেস।

জামিন পাওয়ার পর শর্ত অনুযায়ী আলভেসকে আদালতে ব্রাজিল স্পেনের পাসপোর্ট হস্তান্তর করতে হবে, যেন তিনি স্পেন ছাড়তে না পারেন। অবশ্য বার্সেলোনা শহরে থাকার জন্য আলভেসের নিজস্ব বাড়ি আছে।

মন্তব্য করুন: