র‌্যাংকিংয়ের ৮১ নম্বর দলকে সহজেই হারাল আর্জেন্টিনা

২৩ মার্চ ২০২৪

র‌্যাংকিংয়ের ৮১ নম্বর দলকে সহজেই হারাল আর্জেন্টিনা

চোটের কারণে নেই লিওনেল মেসি, পাওলো দিবালাও অনুপস্থিত। তাতে অবশ্য আর্জেন্টিনার জয়ের পথে কোনো সমস্যাই সৃষ্টি হলো না। বছরে প্রথমবার খেলতে নেমে এল সালভাদরের বিপক্ষে  সহজ জয় তুলে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শুক্রবার সকালে প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। গোল তিনটি করেছেন ক্রিস্তিয়ান রোমোরো, এনজো ফের্নান্দেস এবং জিওভানি লো সেলসো।

ম্যাচের শুরু থেকেই র‌্যাংকিংয়ের ৮১ নম্বর দল এল সালভাদরের বিপক্ষে একের পর এক আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। প্রতিপক্ষের প্রবল চাপে নিজেদের অর্ধ থেকে বের হতেই পারছিল না সালভাদর। ষোড়শ মিনিটে আনহেল দি মারিয়ার কর্নারে নিখুঁত হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার রোমেরো। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো, তবে দি মারিয়ার জোরাল শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৪২তম মিনিটে স্কোরলাইন ২-০ করে আর্জেন্টিনা। লো সেলসোর শট সালভাদরের একজনের গায়ে লেগে বল চলে যায় গোলপোস্টের কাছে। গোলমুখে ছুটে গিয়ে অনায়াসে বল জালে জড়ান চেলসি মিডফিল্ডার ফের্নান্দেস। দুই মিনিট পর ব্যবধান আরও বড় হতে পারতো। তবে লো সেলসোর জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দলকে লড়াইয়ে রাখেন সালভাদর গোলরক্ষক মারিও গনসালেস।

প্রথমার্ধে ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ১৩টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা একইভাবে চাপ ধরে রেখে খেলতে থাকে। ৫২তম মিনিটে ব্যবধান ৩-০ হয়ে যায়। লাউতারো মার্তিনেসের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার লো সেলসো। ৬৬ মিনিটে মুহূর্তে ব্যবধানে দুটি শট ঠেকিয়ে দেন এল সালভাদর গোলকিপার। নাহলে ব্যবধান আরও বাড়তে পারত।

আগামী বুধবার লস অ্যাঞ্জেলসে কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচটিতেও খেলা হচ্ছে না সুপারস্টার লিওনেল মেসির।

মন্তব্য করুন: