মেসি মাঠে ফিরবেন কবে?
২৩ মার্চ ২০২৪
মাঠের পারফরম্যান্সে নিজের সেরা সময় পার করলেও চোটের কারণে বারবার থামতে হচ্ছে লিওনেল মেসিকে। চোটের কারণে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ থেকেও ছিটকে গেছেন দলের অধিনায়ক। তবে মেসি ভক্তদের জন্য সুখবর, আর্জেন্টাইন মহাতারকার মাঠে ফিরতে খুব বেশি সময় লাগবে না।
গত ১৩ মার্চ ইন্টার মায়ামির হয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোয় ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের ৫০ মিনিটেই অস্বস্তি নিয়ে মাঠে ছাড়েন মেসি। আগেই মাঠ ছাড়লেও ম্যাচে এক গোলের পাশাপাশি এক অ্যাসিস্টে দলের জয়ে ভূমিকা রাখেন মায়ামি অধিনায়ক। পরে দলের পক্ষ হতে জানানো হয়, ডান হ্যামস্ট্রিংয়ে ছোট পেয়েছেন মেসি। এই চোটের কারণে মেজর লিগ সকারের (এমএলএস) একটি ম্যাচ ছাড়াও এই তারকা এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে যান।
মেসির মাঠে ফেরার বিষয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলে জানিয়েছে, চোট কাটিয়ে দ্রুতই মাঠে নামার জন্য প্রস্তুত হবেন মেসি। চোট গুরুতর না হলেও এই মুহূর্তে মেসিকে মাঠে নামানো নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ৩ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ক্লাব মন্টেররের বিপক্ষে মাঠে ফিরবেন মেসি।
আপাতত মেসির মাঠে ফেরা নিয়ে শঙ্কা না থাকলেও সাম্প্রতিক সময়ে নিয়মিত চোটে পড়ছেন মেসি। মায়ামিতে যোগ দেওয়ার পর গত বছরের ২০ সেপ্টেম্বর প্রথমবার চোটে পড়েন মেসি। এর পর থেকে বারবার চোটের কবলে পড়ছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মায়ামির হয়ে পরবর্তী সময়ে ইউএস ওপেন কাপের ফাইনাল এবং এমএলএসের শেষ দিকের ম্যাচও মিস করেছেন মেসি। সেই চোট ফিরে আসে এশিয়া মায়ামির প্রাক–মৌসুম সফরেও। চোটের কারণে হংকংয়ে প্রীতি ম্যাচে তার মাঠে না নামা নিয়ে তোলপাড়ও হয়েছে বেশ। আপাতত চোটকে পুরোপুরি জয় করে মেসির মাঠে ফেরার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা।
মন্তব্য করুন: