ইউরোর আগে ভবিষ্যৎ গন্তব্য জানা যাবে এমবাপ্পের
২৩ মার্চ ২০২৪
চলতি মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোয় চলতি বছরের শুরু থেকেই আলোচনার একটি বড় অংশজুড়ে আছে প্যারিসের ক্লাবটি ছেড়ে ফরাসি এই তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়টি। তবে কিছুদিন ধরে এই আলোচনায় যুক্ত হয়েছে এমবাপ্পের এবারের প্যারিস অলিম্পিকে যোগ দেওয়ার বিষয়টিও। এতদিন বিষয়গুলো নিয়ে চুপ থাকলেও জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, চলতি মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে। এমনকি চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে তারা জানায়, ফেব্রুয়ারির শুরুতেই রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তি হয়েছে। এরপর থেকেই লিগ ওয়ান চ্যাম্পিয়নদের একাদশে কিছুটা অনিয়মিতই হয়ে পড়েন এই তারকা ফরোয়ার্ড।
শনিবার জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে এমবাপ্পে বলেন, “আমার ভবিষ্যৎ নিয়ে আমি এখনো কোনো কিছু ঘোষণা করিনি। কারণ, আমার কাছে ঘোষণা করার মতো কিছু নেই।”
“আমার ধারণা, ইউরোর আগে আমার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে”
তবে পুরো সংবাদ সম্মেলনের কোথাও রিয়াল মাদ্রিদের নাম উচ্চারণ করেননি এমবাপ্পে। অন্যদিকে এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এমবাপ্পের প্রতিনিধিদের সঙ্গে রিয়ালের দর-কষাকষি এখনও চলমান। মূলত এমবাপ্পের ইমেজস্বত্বের বিষয়টি এখনো আলোচনার মূল বিষয়।
অন্যদিকে, বেশ আগে থেকেই প্যারিস অলিম্পিকের ফুটবলে খেলা নিয়ে নিজের আগ্রহের কথা বলে আসছেন এমবাপ্পে। কিন্তু এটি ফিফার কোনো টুর্নামেন্ট না হওয়ায় ক্লাবগুলোর তাদের ফুটবলারদের ছাড়পত্র দিতে কোনো বাধ্যবাধকতাও নেই। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এরই মধ্যে খেলোয়াড়দের না ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল ফ্রান্স ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে।
এমন অবস্থায় রিয়ালে যোগ দিলে এমবাপ্পের অলিম্পিকে অংশ নেওয়ার আশা পূরণ হবে কি না তা হয়তো সময়ই বলে দেবে। তবে সংবাদ সম্মেলনে অলিম্পিক ফুটবলে অংশগ্রহণ নিয়ে আবারও নিজের স্বপ্নের কথা জানান তিনি।
“আমার সব সময় অলিম্পিকে খেলতে চেয়েছি। আমার আকাঙ্ক্ষা এখনও বদলায়নি। তবে আমাকে যদি অনুমতি না দেওয়া হয় তাহলে আমি তাই করব যা আমাকে বলা হবে।”
মন্তব্য করুন: