‘এটা কেবল শুরু’ - ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচের হুংকার
২৪ মার্চ ২০২৪
জয় দিয়ে নতুন বছর শুরু করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার রাতে ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে। এই ম্যাচ দিয়েই ব্রাজিলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন দরিভাল জুনিয়র। ইংল্যান্ডের মাটিতে গতকালের আগে ১২টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে মাত্র দুটিই জিততে পেরেছে তারা, সর্বশেষ ১৯৯৫ সালে। দুর্দান্ত এই জয়ের পর ভবিষ্যতের প্রতিপক্ষদের ‘হুমকি’ দিয়ে রাখলেন দরিভাল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ব্রাজিল কোচ বলেছেন, “নিশ্চিতভাবেই এটা বিশেষ এক মুহূর্ত। ইংল্যান্ডের মাটিতে এর আগে ব্রাজিলের অল্প কয়েকটি ম্যাচ জয়ই আমাদের (এই দলের) সম্পর্কে ধারণা দেয়। কিন্তু এটা থেকে সরে গেলে চলবে না যে আমাদের কাজের মাত্র শুরু। এই ছেলেদের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এই দলের কাছ থেকে আমি আরও অনেক কিছু আশা করছি। কিন্তু আমি মনে করি, এটা (ইংল্যান্ডের বিপক্ষে জয়) দেখিয়েছে যে আমরা কত দূর যেতে সক্ষম।”
চোটের জন্য ব্রাজিলের দলে ছিলেন না নেইমার, আলিসন এদেরসনদের মতো তারকারা। অনেকটা আনকোরা দল সাজাতে হয়েছিল দরিভালকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নেমে একমাত্র গোলটি করেন বিস্ময়বালক এন্দ্রিক। জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলা ১৭ বছর ২৪৬ দিন বয়সের এন্দ্রিকের এটাই প্রথম আন্তর্জাতিক গোল। ম্যাচ শেষে এনদ্রিককেও প্রশংসায় ভাসিয়েছেন দরিভাল, “এখন পর্যন্ত সে যে মনোভাব দেখিয়েছে, ব্রাজিল ও বিশ্ব ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ এক নাম হতে পারে।”
মন্তব্য করুন: