মেসিকে ছাড়া যেন অচল ইন্টার মায়ামি

২৪ মার্চ ২০২৪

মেসিকে ছাড়া যেন অচল ইন্টার মায়ামি

চোটের কারণে গত ১৪ মার্চ থেকে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) গত ম্যাচে জয় পেলেও রোববার ভোরের ম্যাচে প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক রেড বুলসের কাছে মেসিবিহীন দলটি বিধ্বস্ত হয়েছে ৪-০ গোলে।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় নিউ ইয়র্ক। পুরো ম্যাচে বল দখলে ও পাসের দিক দিয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি মায়ামি। উল্টো ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্কটিশ মিডফিল্ডার লুইস মরগ্যান। ৬৬তম ব্যবধান ৩-০ করেন উইকেলমান কারমোনা। আর চার মিনিট পর দলের চতুর্থ এবং নিজের হ্যাটট্রিক পূরণ করেন মরগ্যান।

মেসিহীন ম্যাচে তেমন কিছু করতে পারেননি লুইস সুয়ারেস-জর্দি আলবারা। উল্টো খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন কোচ জেরার্দো মার্তিনো। মায়ামি কোচের কাছে মনে হয়েছে, দলের মাঝে ম্যাচ জয়ের কোনো ইচ্ছাই ছিল না। ম্যাচ শেষে কোনো রাখঢাক না রেখেই দলের সমালোচনা করে তিনি বলেন, “এ ম্যাচে রেড বুলের জয়ের আকাঙ্ক্ষা ছিল, আমাদের ছিল না। যখন একটি দল জয়ের ইচ্ছা ছাড়া এবং কোনো অনুপ্রেরণা ছাড়া খেলতে নামে, আর অন্য দলটি জয়ের জন্য নামে, তখন তারা জিতে যায়।

মেসিকে ছাড়াই গত ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় মায়ামি। আটবারের ব্যালন ডিঅরজয়ী এই তারকা না থাকায় দল নিউ ইয়র্কের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মানতে নারাজ মার্তিনো বলেন, “বিশ্বের সেরা খেলোয়াড়ের না থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু গত সপ্তাহে ডিসি ইউনাইটেডের বিপক্ষে লিও খেলেনি।

বড় হারের পর এখন এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটির পয়েন্ট ৫ ম্যাচে ১১।

এমএলএসে আগামী রোববার ঘরের মাঠে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেও মাঠের বাইরে থাকবেন মেসি। ৩ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার-ফাইনালে মন্টেররের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার কথা রয়েছে এই মহাতারকার।

মন্তব্য করুন: