`এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের প্রয়োজন নেই`
২৫ মার্চ ২০২৪
ফ্রান্সের বিশ্বকাপজয়ী সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া এখন কেবলই সময়ের ব্যাপার হিসেবে মনে করা হচ্ছে। প্রতিদিন আসছে নতুন নতুন খবর। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমবাপ্পে নিজেও এ বিষয়ে সরাসরি কোনো বার্তা দেননি। তবে ফরাসি তারকার সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে বিনোদন জগতেও!
গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তির বিস্তারিত তথ্য সামনে আনে স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'। তারা জানায়, এমবাপ্পে-রিয়ালের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। মৌসুম শেষেই ফ্রি ট্রান্সফার রিয়ালে পাড়ি জমাবেন এমবাপ্পে। স্পেনের ক্লাবটির সঙ্গে তার নাকি পাঁচ বছরের চুক্তিও হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের আজন্ম ভক্ত হলিউড অভিনেতা ভিগো মর্টনসন। এমবাপ্পেকে নিয়ে রিয়ালের এই টানাহেঁচড়া তার কাছে বিরক্তিকর মনে হচ্ছে।
‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত এই অভিনেতা একটি ফরাসি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কোনো প্রয়োজন নেই। তারা তাকে নিতে চাচ্ছে শুধু সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অহমের জন্য। আমার মনে হয় বেলিংহাম ও রদ্রিগোই আমাদের জন্য যথেষ্ট। এমবাপ্পে জরুরি না। তার আরও দুই বছর আগে রিয়ালে আসা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে।”
মন্তব্য করুন: