২৩ বছর ফুটবল খেলেও জামিনের অর্থ নেই আলভেসের
২৫ মার্চ ২০২৪
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাড়ে চার বছরের কারাদণ্ড পেয়েছিলেন দানি আলভেস। তবে ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডার জামিনের আবেদন করলে বার্সেলোনার আদালত গত বুধবার তা মঞ্জুর করেছেন। কিন্তু জামিনের মুচলেকার ১০ লাখ ইউরো দিতে না পারায় এখনও কারাগার থেকে মুক্তি পাননি তিনি। তার আইনজীবীরা জানিয়েছেন, ২৩ বছর পেশাদার ফুটবল খেলার পরও আলভেসের কাছে তেমন কোনো অর্থ নেই।
ফুটবলে আলভেসের পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০০১ সালে। ব্রাজিল জাতীয় দলে ছিলেন ১৬ বছর। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ইউভেন্তুসের মতো ইউরোপের নামি দলগুলোতে। দলগত ও ব্যক্তিগত পুরস্কারও জিতেছেন অনেক। সাফল্যমণ্ডিত দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর অর্থ উপার্জন করলেও জামিনের জন্য টাকা না থাকার বিষয়টি অনেকের কাছে বিস্ময়েরও বটে।
আলভেসের আইনজীবীর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, স্পেনে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। একটিতে কোনো অর্থ নেই। আরেকটিতে আছে ৫১ হাজার ইউরো, যার মধ্যে ৫০ হাজার ইউরো আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।
অন্যদিকে, নিজ দেশ ব্রাজিলেও আলভেসের অবস্থা অনেকটা একই। সাবেক স্ত্রী ও সন্তানদের প্রাপ্য টাকা না দেওয়ায় দেশটিতে তার অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একটি ব্যাংকে তার দেনা আছে ২০ হাজার ইউরোর মতো। এ ছাড়া দেশটির কর কর্তৃপক্ষের তার কাছে পাওনা ৬ লাখ ৪৫ হাজার ইউরো।
সব মিলিয়ে বেশ বড় রকমের আর্থিক সঙ্কটে আছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। এমনকি বিচারকার্য চলাকালীন আলভেসকে আর্থিক সহায়তা দিয়ে আসছিল নেইমারের পরিবার। কিন্তু ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ফুটবলারের পাশ থেকে সরে আসে তারা।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশ ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে গত মাসে আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মন্তব্য করুন: