সৌদির বছরে ১০ কোটির ইউরোর প্রস্তাব ‘ফিরিয়ে দিলেন’ লেভানডফস্কি
২৫ মার্চ ২০২৪
চলতি মৌসুম শেষ হওয়ার আগেই পরের মৌসুমের জন্য কাজ শুরু করে দিয়েছে ইউরোপের ক্লাবগুলো। গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে তারা। ইউরোপের বড় বড় দলগুলোর সঙ্গে এই তালিকায় যোগ দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবগুলোও। ইতোমধ্যেই বার্সেলোনার বেশি কিছু তারকার ওপর নজরও পড়েছে তাদের।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবের্ট লেভানডফস্কি ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে দলে নিতে সৌদি ক্লাবগুলো বেশ বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে।
সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর মতে, একটি সৌদি ক্লাব থেকে প্রতি মৌসুমে ১০ কোটি ইউরো পারিশ্রমিকের প্রস্তাব পান লেভানডফস্কি। তবে পোলিশ এই স্ট্রাইকার প্রস্তাবটি ফিরিয়ে দেন। ২০২৬ সালের জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ আছে লেভানডফস্কির।
অন্যদিকে, মৌসুম শেষে ইউরোপ ছাড়ার কথা ভাবছেন ২৭ বছর বয়সী রাফিনিয়া। আর এই সুযোগে তার জন্য বার্সেলোনাকে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমারের দল আল-হিলাল।
এছাড়াও বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালের জন্যও নাকি ইউরোপের বড় বড় দলগুলো কাছ থেকে বার্সেলোনার কাছে প্রস্তাব আসছে। তবে সভাপতি হোয়ান লাপোর্তা সাফ জানিয়ে দিয়েছেন, ইয়ামালকে বিক্রি করবে না তারা। শুধু তাই নয়, যত বড় অঙ্কের প্রস্তাবই আসুক না কেনো, তারা দলের কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিক্রি করবেন না।
মন্তব্য করুন: