বর্ণবাদের শিকার হয়ে ফুটবল থেকে মন উঠে যাচ্ছে ভিনিসুসের

২৬ মার্চ ২০২৪

বর্ণবাদের শিকার হয়ে ফুটবল থেকে মন উঠে যাচ্ছে ভিনিসুসের

স্প্যানিশ লা লিগায় গত কয়েক বছর ধরেই প্রতিপক্ষের মাঠে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন ভিনিসুস জুনিয়র। বিশেষ করে গত বছর মে মাসে ভালেন্সিয়ার মাঠে এই ফরোয়ার্ডের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছিল। স্পেনে যেভাবে প্রতিনিয়ত এই ঘটনার শিকার হচ্ছেন তাতে করে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকার ফুটবল খেলার ইচ্ছাটাই নাকি ধীরে ধীরে মরে যাচ্ছে।

মঙ্গলবার রাতে স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে চোখের জলে নিজের হতাশার কথা জানিয়ে ভিনিসুস বলেন, “আমি শুধু ফুটবল খেলতে চাই। তবে এই অবস্থায় সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। বর্ণবাদী আচরণের কারণে খেলার ইচ্ছাটা ধীরে ধীরে কমে যাচ্ছে।

বর্ণবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ‘ওয়ান স্কিন স্লোগানে সান্তিয়াগো বের্নাবেউয়ে মাঠে নামবে স্পেন ও ব্রাজিল। রিয়ালের হয়ে দেশটির বিভিন্ন স্টেডিয়ামে প্রায় প্রতিনিয়ত বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসুস। তবে এমন আচরণ এড়াতে স্পেন ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে ফুটবল খেলবেন না বলেও জানান ২৩ বছর বয়সে এই তারকা।

আমার কখনোই স্পেন ছাড়ার কথা মাথায় আসেনি। কারণ আমি যদি স্পেন ছেড়ে যাই তাহলে বর্ণবাদীদের আমি সেটাই দেব, যেটা তারা চায়। আমি রিয়াল মাদ্রিদেই থাকব যেন বর্ণবাদীরা আমার চেহারা আরও বেশি করে দেখতে পারে। আমি একজন সাহসী খেলোয়াড়। আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলি এবং আমরা অনেক শিরোপা জিতি। এটা অনেকেই ভালোভাবে নেয় না।

শুধু নিজের ফুটবল ক্যারিয়ারেই নয়, বরং বর্ণবাদীদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যেতে চাওয়া ভিনিসুস বলেন, “ফুটবল খেলাটা গুরুত্বপূর্ণ। তবে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই, কৃষ্ণাঙ্গরা স্বাভাবিক জীবনযাপন করুক, সেটা নিশ্চিত হলে ক্লাবের হয়ে শুধু খেলাতেই মনোযোগ দিতে পারব।

চলতি মাসেও আতলেতিকো মাদ্রিদ ও ওসাসুনার সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনেন ভিনিসুস। এর আগে স্পেন বর্ণবাদী দেশ নয় বলে জানান দেশটির ডিফেন্ডার এবং রিয়ালে ভিনিসুসের সতীর্থ দানি কারবাহাল। অন্যদিকে, গত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বেশ আক্ষেপের সঙ্গেই জানান, দুর্ভাগ্যজনকভাবে ভিনিসুস স্পেনে বর্ণবাদী আচরণে অভ্যস্ত হয়ে উঠেছেন।

মন্তব্য করুন: