বার্সেলোনায় কে হচ্ছেন শাভির উত্তরসূরি?

২৯ মার্চ ২০২৪

বার্সেলোনায় কে হচ্ছেন শাভির উত্তরসূরি?

চলতি মৌসুম শেষ হতে মাস দুয়েকের মতো বাকি থাকলেও ইতোমধ্যেই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে ফেলেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ভাগে সময়টা একদমই ভালো যায়নি বর্তমান চ্যাম্পিয়নদের। দলের বাজে পারফরম্যান্সের জের ধরে গত ২৭ জানুয়ারি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেন কোচ শাভি এরনান্দেস। তবে স্পেনের সাবেক এই তারকা মিডফিল্ডারের উত্তরসূরি খোঁজা নিয়ে এখনও তেমন কোনো অগ্রগতি নেই বার্সেলোনার। 

শাভি দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই যেন নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে বার্সেলোনা। লিগে শেষ ৮ ম্যাচে জয় ৬টিতে আর বাকি ২ ম্যাচ ড্র। একই সময় নাপোলিকে হারিয়ে ২০১৯-২০ মৌসুমের পর চ্যাম্পিয়নস লিগেও উঠেছে কোয়ার্টার-ফাইনালে।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা শাভিকে আরও এক বছর দায়িত্বে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে ইঙ্গিত দেন। তবে সে প্রস্তাবে এখন পর্যন্ত তেমন কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় নতুন কোচ খোঁজা নিয়ে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই ক্লাবটির।

তবে আরেক প্রতিবেদনে তারা জানায়, সম্ভাব্য কোচের তালিকা এখন বেশ ছোট বার্সেলোনার। এই তালিকার শীর্ষে আছেন দলটির সাবেক কোচ এবং  বর্তমানে পিএসজির দায়িত্বে লুইস এনরিকে। তবে ৫৩ বছর বয়সী এই কোচের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি।

এছাড়াও এই তালিকার উপরের দিকে আছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হানজি ফ্লিক। বর্তমানে কোনো দলের দায়িত্বে না থাকা এই কোচেও আগ্রহ দেখিয়েছেন বার্সেলোনার দায়িত্ব নিতে। তবে শেষ পর্যন্ত এনরিকে কিংবা ফ্লিকের কেউ রাজি না হলে চমক হতে পারেন রাফায়েল মার্কেস। বার্সেলোনার সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে বার্সেলোনা ‘বি’ দলের কোচের দায়িত্ব পালন করছেন।

চলতি মৌসুমে বর্তমান চ্যাম্পিয়নদের লিগ শিরোপা প্রায় হাতছাড়া হয়ে গেছে। ২৯ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ৮ পয়েন্ট পিছিয়ে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শাভির শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়েরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ফলে, মৌসুম শেষে শাভি কোচের দায়িত্ব বহাল রাখার সিদ্ধান্ত নিলে উপরের তিনজনের কাউকেই বার্সেলোনার ডাগআউটে দেখা যাবে না।

মন্তব্য করুন: